গ্রুপ পর্বেই ভারতের সামনে গতবারের চ্যাম্পিয়ন জাপান! দেখে নিন অন্য প্রতিপক্ষদের

তিন বছর পর ফের আসর বসছে অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপের। গতবার করোনার কারণে শেষ আসর পরিত্যক্ত হয়েছিল। এবার ১৫ জুন থেকে এই টুর্নামেন্টের ১৯-তম সংস্করণ আয়োজিত হবে ইংল্যান্ডে। ফাইনাল ম্যাচ হবে ২ জুলাই।
ভারতের গ্রুপেই জাপান
ভারতের গ্রুপেই জাপানছবি এশিয়ান কাপের ট্যুইটার
Published on

আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ। আন্তঃমহাদেশীয় এই যুব ফুটবল টুর্নামেন্টে এবারের আয়োজক থাইল্যান্ড। ১৬ দলের এই টুর্নামেন্টের গ্রুপ বিভাজন অনুষ্ঠিত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই খবর প্রকাশ করেছে এএফসি। গ্রুপ পর্যায়ে ভারতের সামনে রয়েছে কঠিন প্রতিপক্ষ। গতবারের চ্যাম্পিয়ন জাপান রয়েছে ভারতের গ্রুপেই।

তিন বছর পর ফের আসর বসছে অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপের। গতবার করোনার কারণে শেষ আসর পরিত্যক্ত হয়েছিল। এবার ১৫ জুন থেকে এই টুর্নামেন্টের ১৯-তম সংস্করণ আয়োজিত হবে ইংল্যান্ডে। ফাইনাল ম্যাচ হবে ২ জুলাই।

ভারত রয়েছে গ্রুপ-ডি'তে। জাপান ছাড়াও এই গ্রুপে রয়েছে ভিয়েতনাম ও উজবেকিস্তান। এই নিয়ে মোট ১২ তম বার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত। ভারতীয় যুবদের এই টুর্নামেন্টে সাফল্য বলতে দু'বার শেষ আটের যোগ্যতা অর্জন করা। এর বেশি কিছু করে দেখানো যায়নি। এবার গ্রুপ পর্বেই ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ। যা দেখে মনে হচ্ছে লড়াই সহজ হবে না টিম ইন্ডিয়ার ভবিষ্যতদের।

গ্রুপ বিভাজন -

গ্রুপ - এ : থাইল্যান্ড, ইয়েমেন, মালয়েশিয়া, লাওস

গ্রুপ - বি : কোরিয়া রিপাবলিক, ইরান, আফগানিস্তান, কাতার

গ্রুপ - সি : তাজিকিস্তান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, চীন

গ্রুপ - ডি : ভারত, জাপান, ভিয়েতনাম, উজবেকিস্তান।

ভারতের গ্রুপেই জাপান
Spain Masters 2023: দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-শ্রীকান্ত, চোটের কারণে নাম প্রত্যাহার সাত্ত্বিক-চিরাগের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in