LaLiga: বেনজেমার রেকর্ড গড়া রাতে বড় জয় রিয়ালের

লা লিগায় সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী ৪৭৪ টি গোল করেছেন স্প্যানিশ লীগে। দ্বিতীয় স্থানে রয়েছেন রোনাল্ডো। ২৩০ গোলের সাথে পঞ্চম স্থানে উঠে এলেন বেনজেমা।
করিম বেনজেমা
করিম বেনজেমাফাইল চিত্র - সংগৃহীত

লা লিগার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এলচের বিপক্ষে সহজেই জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এলচেকে ৪-০ গোলে ধরাশায়ী করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচেই বড় এক মাইলফলক স্পর্শ করলেন রিয়াল মাদ্রিদ মহাতারকা করিম বেনজেমা। রাউল গঞ্জালেজকে টপকে লা লিগার সর্বকালের শীর্ষ পাঁচ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সেইসঙ্গে রোনাল্ডোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার হয়ে গেলেন বেনজেমা।

লা লিগায় সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী ৪৭৪ টি গোল করেছেন স্প্যানিশ লীগে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় ৩১১ টি গোল করেছেন তিনি। ২৫১ টি গোল করে তৃতীয় স্থানে তেলমো জারা এবং ২৩৬ টি গোল নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন হুগো সানচেজ। ২৩০ গোলের সাথে পঞ্চম স্থানে উঠে এলেন বেনজেমা।

গতরাতে প্রত্যাশা মতোই সহজ জয় তুলে নিয়েছে রিয়াল। খেলা শুরুর আট মিনিটেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মার্কো অ্যাসেনসিও উইলিয়ানস। এরপর ৩১ মিনিট এবং প্রথমার্ধের যোগ করা সময়ে দুটি পেনাল্টি পায় লস ব্ল্যাঙ্কোসরা। দুটো পেনাল্টিতেই গোল করেন বেনজেমা। এই নিয়ে চলতি লা লিগায় ১১ টি গোল করে ফেলেছেন তিনি। তাঁর থেকে বেশি গোল রয়েছে কেবল রবার্ট লেভনডস্কির (১৪টি)।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে আরও একটি গোল পেয়ে যায় রিয়াল। শেষ গোলটি করেন ক্রোয়েট মহাতারকা লুকা মড্রিচ। মায়োর্কার বিপক্ষে হারের পর এই ম্যাচ জিতে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমালো কার্লো আনচেলত্তির দল। ২১ ম্যাচের শেষে বার্সার পয়েন্ট এখন ৫৬। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৪৮।

করিম বেনজেমা
EPL: আর্সেনালকে হারিয়ে শীর্ষস্থান দখল করলো ম্যানচেস্টার সিটি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in