LaLiga: সেল্টা ভিগোকে ৪-১ গোলে হারিয়ে জয়ের ধারা বজায় রাখলো রিয়াল মাদ্রিদ

মরশুমের প্রথম জয়টা এসেছিলো কষ্টার্জিত ভাবে। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের জাত চেনালো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সেল্টা ভিগোর মাঠে ৪-১ গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রিয়েল মাদ্রিদ বনাম সেল্টা ভিগো
রিয়েল মাদ্রিদ বনাম সেল্টা ভিগোছবি সৌজন্যে রিয়াল মাদ্রিদ ট্যুইটার হ্যান্ডেল

মরশুমের প্রথম জয়টা এসেছিলো কষ্টার্জিত ভাবে। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের জাত চেনালো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সেল্টা ভিগোর মাঠে ৪-১ গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুপার কাপ জিতে মরশুম শুরু করা আনচেলত্তির দল লা লিগায় প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে শুরু করলো শিরোপা মিশন।

গতরাতে দলগত ভাবে দুরন্ত পারফরম্যান্স দেখায় রিয়াল মাদ্রিদ। বেনজেমা-ভিনিসিয়াস জুটির পাশাপাশি আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। এদিন ম্যাচের প্রথম দুটি গোল আসে স্পট কিক থেকে। হ্যান্ডবলের খেসারত দিতে হয়েছে দুই দলকে। ১৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা। ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল পরিশোধ করেন সেল্টা ভিগোর ইগো আসপাস।

প্রথমার্ধের শেষের আগেই লীড পেয়ে যায় সফরকারীরা। ডেভিড আলাবার ক্রস থেকে দুর্দান্ত গোলে লস ব্ল্যাঙ্কোসদের এগিয়ে দেন ক্রোয়েট মহাতারকা লুকা মড্রিচ। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারও গোল পায় রিয়াল। লুকা মড্রিচের পাস থেকে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র। এই গোলের দশ মিনিট বাদে রিয়াল তাদের চতুর্থ গোলটি পেয়ে যায়। ৬৬ মিনিটের মাথায় ভিনিসিয়াসের ক্রস থেকে শেষ গোলটি করেন ফ্রেডরিকো ভালভার্দে।

এদিন আরও একটি গোল করতে পারতো রিয়াল। ৮৩ মিনিটে ভিনিসিয়াসের বদলি হিসেবে নামা এডেন হ্যাজার্ড ৮৭ মিনিটেই পেয়েছিলেন গোল করার সুবর্ণ সুযোগ। তবে স্পট কিক থেকে গোল করতে পারলেন না বেলজিয়ান তারকা। তাতে অবশ্য রিয়াল মাদ্রিদের কোনো অসুবিধাই হলো না। ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in