La Liga: রিয়েল সোসিদিয়েদের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু মেসি বিহীন বার্সেলোনার

রিয়েল সোসিদিয়েদের বিরুদ্ধে মেসির খামতি কার্যত দেখাই গেলো না কাতালান জায়ান্টদের। মার্টিন ব্রাথওয়েট, জেরার্ড পিকে, সের্জি রবার্টো নৈপুণ্যে জয় দিয়েই ২০২১-২২ মরশুম শুরু করলো বার্সা।
বার্সেলোনার খেলোয়াড়
বার্সেলোনার খেলোয়াড়ছবি বার্সেলোনা-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

কাতালান জায়ান্টদের জার্সিতে লিওনেল মেসি এখন প্রাক্তন। কোম্যানের হাত ধরে মেসি বিহীন বার্সাই নেমেছিলো স্প্যানিশ লা লিগায়। তবে রিয়েল সোসিদিয়েদের বিরুদ্ধে মেসির খামতি কার্যত দেখাই গেলো না কাতালান জায়ান্টদের। মার্টিন ব্রাথওয়েট, জেরার্ড পিকে, সের্জি রবার্টো নৈপুণ্যে জয় দিয়েই ২০২১-২২ মরশুম শুরু করলো বার্সা।

সোসিদিয়েদের বিরুদ্ধে এই ম্যাচ ৪-২ ব্যবধানে জেতে কাতালান ক্লাবটি। রোনাল্ড ক্যোমেনদের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন এবং একটি গোল করান মার্টিন ব্রাথওয়েট। একটি করে গোল করেন জেরার্ড পিকে এবং সের্জি রবার্টো।

ক্যাম্প ন্যূতে এই ম্যাচের প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে থাকে বার্সেলোনা। ১৯ মিনিটের মাথায় মেমফিস ডিপেইয়ের পাস থেকে বার্সাকে এগিয়ে দেন জেরার্ড পিকে। প্রথমার্ধের যোগ করা ইনজুরি সময়ে ডি জং-এর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আবারও একটি গোল লীড দেয় বার্সা। এবারও গোল আসে ব্রাথওয়েটের পা থেকে। ৩-০ গোলে বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার পর শেষের দিকে পরপর দুটি গোল খেয়ে চাপে পড়ে কোম্যানরা। ৮২ মিনিটে জুলেন লোবেতে এবং ৮৫ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে ব্যবধান কমায় সোসিদিয়েদ। শেষের সময়ে বার্সেলোনার উপরে চাপও সৃষ্টি করে তারা। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা ইনজুরি সময়ে মার্টিন ব্রাথওয়েটের বাড়ানো পাস থেকে গোল করে বার্সাকে নিশ্চিত জয় উপহার দেন সার্জি রবার্টো।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in