La Liga: টানা পনেরো ম্যাচ জয়ের পর গেটাফির কাছে হার রিয়েল মাদ্রিদের

নিজেদের ২০ তম ম্যাচে লীগ টেবিলের ১৬ নম্বরে থাকা গেটাফির কাছে আটকে গেলেন করিম বেনজেমারা। ম্যাচের ফলাফল গেটাফির পক্ষে ১-০। তাই নতুন বছরে হার দিয়েই অভিযান শুরু লা লিগা পয়েন্ট টেবিলের ফার্স্ট বয়দের।
রিয়েল মাদ্রিদ বনাম গেটাফি
রিয়েল মাদ্রিদ বনাম গেটাফি ছবি রিয়েল মাদ্রিদ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

টানা পনেরো ম্যাচের অপরাজিত যাত্রা থামলো রিয়েল মাদ্রিদের। রবিবার স্প্যানিশ লা লিগার চলতি মরশুমে দ্বিতীয় হারের স্বাদ পেলো লস ব্ল্যাঙ্কোসরা। নিজেদের ২০ তম ম্যাচে লীগ টেবিলের ১৬ নম্বরে থাকা গেটাফির কাছে আটকে গেলেন করিম বেনজেমারা। ম্যাচের ফলাফল গেটাফির পক্ষে ১-০। তাই নতুন বছরে হার দিয়েই অভিযান শুরু লা লিগা পয়েন্ট টেবিলের ফার্স্ট বয়দের।

চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে রিয়েল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা কার্লো আনচেলোত্তির দল এর আগে মাত্র একটি ম্যাচেই হারের মুখ দেখে। এস্পানিওলের বিরুদ্ধে ২-১ গোলে হারের পর লা লিগায় টানা ১১ ম্যাচে অপরাজিত থাকে লস ব্ল্যাঙ্কোসরা। অবশেষে করিম বেনজেমাদের অশ্বমেধের ঘোড়া থামলো। গেটাফির কাছে আত্মসমর্পণ করলেন আনচেলোত্তিরা।

গেটাফি তাদের ঘরের মাঠে এদিন প্রথমার্ধের ৯ মিনিটেই এগিয়ে যায়। এনেস উনালের গোলে শুরুতেই এগিয়ে যায় গেটাফি। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে জয় অর্জন করে তারা। করোনা আক্রান্ত হওয়ায় আজকের ম্যাচে ছিলেন না চলতি মরশুমে স্বপ্নের ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র। বেনজেমা-ভিনিসিয়াসের জুটি রিয়েল মাদ্রিদের আক্রামণ ভাগকে ধারালো করে রেখেছিলেন। ভিনিসিয়াসের অনুপস্থিতি এদিন একবারেই ছন্নছাড়া ফুটবল খেললেন বেনজেমা। এই ম্যাচে রিয়েলের হয়ে আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসিমিরো। তবে লস ব্ল্যাঙ্কোসদের কোনো ফুটবলারই এদিন গোলের মুখ খুলতে পারেননি।

ম্যাচ হারলেও শীর্ষস্থান মজবুত রয়েছে রিয়েলের। ২০ ম্যাচে ১৪ টি জয় এবং ৪ টিতে ড্র নিয়ে ৪৬ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে রয়েছে সেভিয়া। ১৮ ম্যাচের পর সেভিয়ার পয়েন্ট ৩৮। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রিয়েল বেতিস ও রায়ো ভালেকানো। বার্সেলোনা রয়েছে লীগ টেবিলের সপ্তম স্থানে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in