La Liga: গ্রানাদাকে বিধ্বস্ত করে খেতাবের দৌড়ে বার্সাকে পেছনে ফেললো রিয়েল মাদ্রিদ

গ্রানাদার ঘরের মাঠে ৪-১ ব্যবধানে বড় জয় অর্জন করলো জিনেদিন জিদানরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন শীর্ষে থাকা দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শীর্ষ ৪ দলের হাতে আছে আর ২টি করে ম্যাচ।
করিম বেনজেমা ও জিনেদিন জিদান
করিম বেনজেমা ও জিনেদিন জিদানরিয়েল মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

গ্রানাদাকে বিধ্বস্ত করে লা লিগার খেতাব জয়ের দৌড়ে বার্সাকে পেছনে ফেললো রিয়েল মাদ্রিদ। গ্রানাদার ঘরের মাঠে ৪-১ ব্যবধানে বড় জয় অর্জন করলো জিনেদিন জিদানরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন শীর্ষে থাকা দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শীর্ষ চার দলের হাতে রয়েছে আর দুটি করে ম্যাচ। সেভিয়ার শিরোপা জয়ের আশা প্রায় ক্ষীণ। তবে গাণিতিক সমীকরণ অনুযায়ী বাকি তিন দলের যে কোনো দল জিততে পারে খেতাব। লা লিগায় লড়াই জমজমাট।

গতরাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লস ব্ল্যাঙ্কোসরা। প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০ গোলে। ম্যাচের ১৭ মিনিটে ক্রোয়েট মিডফিল্ডার লুকা মড্রিচের গোলে লীড পায় রিয়েল। প্রথমার্ধের শেষে ইনজুরি টাইমে রিয়েলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে গ্রানাদার হয়ে একটি মাত্র গোল করেন জর্জ মলিনা। গ্রানাদা ব্যবধান কমানোর চার মিনিট পরেই পরপর দুটি গোল করে জয় নিশ্চিত করে ফেলে জিদান বাহিনী। ৭৫ মিনিটে এডেন হ্যাজার্ডের পাস থেকে গোল করেন আলভারো অড্রিজোলা। এর ঠিক পরের মিনিটেই গ্রানাদার জালে বল জড়িয়ে দেন ফরাসি তারকা করিম বেনজেমা।

লীগ টেবিলের শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের দলের পয়েন্ট ৮০। ৭৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রতিবেশী রিয়েল মাদ্রিদ। ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা এবং ৭৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে জুলেন লোপেতেগুইর সেভিয়া। প্রত্যেকের হাতে রয়েছে দুটি করে ম্যাচ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in