La Liga: সেভিয়ার বিপক্ষে রিয়েল মাদ্রিদের ত্রাতা সেই করিম বেনজেমা

স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়ার বিপক্ষে লস ব্ল্যাঙ্কোসদের রক্ষাকর্তা হয়ে উঠলেন করিম। শেষ মুহূর্তে তাঁর গোলেই পয়েন্ট তালিকার থার্ড বয়দের হারিয়ে ফার্স্ট পজিশন আরও মজবুত করলো রিয়াল।
গতকাল গোলের পর করিম বেনজেমা
গতকাল গোলের পর করিম বেনজেমা ছবি রিয়েল মাদ্রিদ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়নস লীগ, গোলের বন্যা বইয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা। দলকে এনে দিচ্ছেন একের পর এক জয়। গত রাতে স্প্যানিশ লা লিগায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়ার বিপক্ষেও লস ব্ল্যাঙ্কোসদের রক্ষাকর্তা হয়ে উঠলেন করিম। শেষ মুহূর্তে তাঁর গোলেই পয়েন্ট তালিকার থার্ড বয়দের হারিয়ে ফার্স্ট পজিশন আরও মজবুত করলো রিয়াল।

হাইভোল্টেজ ম্যাচে সেভিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিলো রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে এসে সমতা ফিরে পাওয়ার পর লীডও পেয়ে যায় তারা। প্রথমে রদ্রিগো, তারপর নাচো ফার্নান্দেজ এবং শেষ মুহূর্তে জয়সূচক গোলটি আসে বেনজেমার পা থেকে। চলতি লা লিগায় এই নিয়ে মোট ২৫ টি গোল করে ফেলেছেন বেনজেমা।

গতরাতে প্রথমার্ধের ২১ মিনিটে ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচ এবং ২৫ মিনিটের মাথায় আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলার গোলে এগিয়ে যায় সেভিয়া। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে নতুন উদ্যম নিয়ে মাঠে নামে রিয়াল। ৫০ মিনিটে ড্যানি কার্ভাহালের ক্রস থেকে প্রথম গোলটি করেন রদ্রিগো। এরপর ৮২ মিনিটে এসে স্প্যানিশ তারকা নাচো ফার্নান্দেজ অনবদ্য এক গোলে রিয়ালকে এনে দেন সমতা। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ে দুর্দান্ত ফিনিশ করেন করিম বেনজেমা।

সেভিয়াকে হারিয়ে শিরোপা জয়ের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচের শেষে ব্ল্যাঙ্কোসদের পয়েন্ট ৭৫। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩০ ম্যাচে ৬০। ৩২ টি করে ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সেভিয়া এবং অ্যাটলেটিকো মাদ্রিদ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in