La Liga: জয় দিয়ে অভিযান শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর
ছবি অ্যাটলেটিকো মাদ্রিদ-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

La Liga: জয় দিয়ে অভিযান শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর

জয় দিয়ে স্প্যানিশ লা লিগার অভিযান শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। সেল্টা ভিগোর বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেয়েছে দিয়েগো সিমিওনের ছেলেরা।

জয় দিয়ে স্প্যানিশ লা লিগার অভিযান শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। সেল্টা ভিগোর বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেয়েছে দিয়েগো সিমিওনের ছেলেরা। অ্যাটলেটিকোর হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া।

বল ধরে রাখার ব্যাপারে এই ম্যাচের প্রথমার্ধে দুই দলই প্রায় সমানে সমানে লড়াই চালায়। তবে ২৭ মিনিটের মাথায় থমাস লেমারের বাড়ানো পাস থেকে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন অ্যাঞ্জেল কোরেয়া। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবার পেনাল্টি উপহার পেয়ে যায় সেল্টা ভিগো। ৫৯ মিনিটে স্পট কিক থেকে গোল করে সেল্টাকে সমতা এনে দেন ইয়াগো আসপাস।

৫৯ মিনিটে সমতা ফিরে পেলেও ৬৪ মিনিটে আবার পিছিয়ে পড়ে সেল্টা। সল নিগুইজের পাস থেকে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন অ্যাঞ্জেল কোরেয়াই। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সিমিওনে ব্রিগেড।

ম্যাচের শেষ মুহূর্তে এসে দুটি লাল কার্ড দেখান রেফারি। নির্ধারিত সময়ের শেষে যোগ করা ইনজুরি সময়ে ঝামেলায় জড়িয়ে পড়েন সেল্টার হুগো মাল্লো এবং অ্যাটলেটিকোর মারিয়ো হার্মেসো। দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in