La Liga: ওসাসুনাকে ২-০তে হারিয়ে দুই মাদ্রিদের ওপর চাপ বাড়ালো বার্সেলোনা

La Liga: ওসাসুনাকে ২-০তে হারিয়ে দুই মাদ্রিদের ওপর চাপ বাড়ালো বার্সেলোনা
বার্সেলোনা ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ওসাসুনাকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকলো বার্সেলোনা। সেইসঙ্গে দুই মাদ্রিদের ওপর চাপ বাড়ালো তারা। স্প্যানিশ লা লিগায় লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের প্রথম স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ২৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়েল মাদ্রিদ।

ওসাসুনার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের ৩০ মিনিটে লিওনেল মেসির পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন জর্ডি আলবা। প্রথমার্ধে এই লীডই ধরে রাখে তারা।

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আবারও এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। ৮৩ মিনিটে আবারও পাস বাড়ান লিওনেল মেসি। বার্সা অধিনায়কের বাড়ানো পাস থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বর্ষীয় তরুণ স্প্যানিশ আইলেক্স মরিবা।

এদিন দুই অর্ধেই ওসাসুনাকে নিয়ন্ত্রণে রাখে মেসি, গ্রিজম্যান, বুসকেটসরা। বল পজিশনের নিরিখে এদিন ৬৪ শতাংশ দখলে রাখে বার্সেলোনা। মাত্র ৩৬ শতাংশ বল নিজেদের দখলে রাখে ওসাসুনা। সম্পূর্ণ ম্যাচে মোট ১৩ টি শট নেয় বার্সেলোনা। যার মধ্যে ৬ টি শট থাকে অন টার্গেটে। অন্যদিকে ওসাসুনার নেওয়া ১০ টি শটের মধ্যে ৩ টি থাকে টার্গেটে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in