La Liga: সোসিদিয়েদকে হারিয়ে লিগ জয়ের আরও কাছে অ্যাটলেটিকো মাদ্রিদ, আশা জিইয়ে রাখলো সেভিয়াও

চলতি মরশুমে লা লিগার শিরোপা ঘরে তুলবে কোন দল তা এখনও স্পষ্ট নয়। শীর্ষ চার দলই রয়েছে শিরোপা জয়ের দৌড়ে। তবে সকলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি সুযোগ অ্যাটলেটিকো মাদ্রিদেরই।
La Liga: সোসিদিয়েদকে হারিয়ে লিগ জয়ের আরও কাছে অ্যাটলেটিকো মাদ্রিদ, আশা জিইয়ে রাখলো সেভিয়াও
অ্যাটলেটিকো মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রিয়েল সোসিদিয়েদকে হারিয়ে লা লিগা জয়ের আরও কাছে পৌঁছে গেলো দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্য ম্যাচে আবার ভ্যালেন্সিয়াকে হারিয়ে শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকলো জুলেন লোপেতেগুইর সেভিয়াও। চলতি মরশুমে লা লিগার শিরোপা ঘরে তুলবে কোন দল তা এখনও স্পষ্ট নয়। শীর্ষ চার দলই রয়েছে শিরোপা জয়ের দৌড়ে। তবে সকলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি সুযোগ অ্যাটলেটিকো মাদ্রিদেরই।

গতরাতে রিয়েল সোসিদিয়েদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেয়েছে অ্যাটলেটিকো। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সিমিওনে শিষ্যরা। খেলা শুরুর ১৬ মিনিটেই ক্যারেসকো গোল করে দলকে এগিয়ে দেন। ২৮ মিনিটের মাথায় লুইস সুয়ারেজের পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যাঞ্জেল কোরেয়া।

দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল করতে পারেনি অ্যাটলেটিকো। ম্যাচের ৮৩ মিনিটে ইগোর জুবেদিয়া সোসিদিয়েদ একটি গোল শোধ করেন। তবে রেফারির শেষ বাঁশির আগে আর একটি গোল পরিশোধ করতে পারেনি তারা।

অন্য এক ম্যাচে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেলো সেভিয়া। ম্যাচের ৬৬ মিনিটে ইউসুফ এন-নাসোরির গোলে জয় আসে লোপেতেগুইদের।

অ্যাটলেটিকো মাদ্রিদ ৮০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে। অ্যাটলেটিকোর হাতে রয়েছে আর দুটি ম্যাচ। দুই ম্যাচে জিতলে অ্যাটলেটিকোর ঘরেই উঠবে শিরোপা। অন্যদিকে ৩৬ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সেভিয়া। ৩৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে উয়েফা ইউরোপা লীগের দৌড়ে এগিয়ে রয়েছে রিয়েল সোসিদিয়েদ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in