Kylian Mbappe: রিয়ালে ঝড় - এমবাপ্পেতে অসন্তুষ্ট ব্রাজিলিয়ান তারকা, অপছন্দের জায়গায় অখুশি কিলিয়ানও

People's Reporter: রিয়েল মাদ্রিদে নাকি খুশি নন কিলিয়ান এমবাপ্পেও। নিজের পছন্দের জায়গা লেফট উইং-এ খেলতে না পারায় অসন্তুষ্ট হচ্ছেন তিনি। পাশাপাশি খুশি নন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোও।
একদম ডান দিকে রদ্রিগো
একদম ডান দিকে রদ্রিগোছবি - রদ্রিগোর ফেসবুক অ্যাকাউন্ট
Published on

রিয়াল মাদ্রিদে এমবাপ্পের ভূমিকায় অসন্তুষ্ট ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। গত মরসুমে তিনি নিয়মিত সদস্য ছিলেন দলের। এমবাপ্পে আসার পর থেকে প্রায় ৬০% ম্যাচে দ্বিতীয়ার্ধ থেকে নামতে হয়েছে তাঁকে।

গত মরসুমে কার্যত অপ্রতিরোধ্য ছিল রিয়াল মাদ্রিদ। যার অন্যতম কারণ ছিলেন রদ্রিগো। কিন্তু চলতি মরসুমে বার্সার কাছে বড় ব্যবধানে হারের পর এসি মিলানের কাছে ৩-১ গোলে পরাজিত হয় মাদ্রিদ। তারপরই কিলিয়ান এমবাপ্পের ভূমিকায় ক্ষুব্ধ হন সমর্থকদের একাংশ। রদ্রিগোও ফরাসি তারকার অন্তর্ভুক্তি মেনে নিতে পারছেন না।

চার বছর ধরে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত পারফর্ম করছেন রদ্রিগো। প্রথম প্রথম তাঁকে পরিবর্ত হিসেবে নামানো হত। গত মরসুমে নিয়মিত সদস্য হন তিনি। এই মরসুমে ফের তাঁকে পরিবর্ত হিসেবে নামতে হচ্ছে। মূলত এমবাপ্পের জন্যই রদ্রিগোকে পরিবর্ত হিসেবে নামাচ্ছেন কোচ। এতেই হতাশ হয়ে পড়েছেন রদ্রিগো। যার সুযোগ তুলতে চাইছে প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব।

সূত্রের খবর, রদ্রিগোকে দলে নেওয়ার জন্য ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত ম্যান সিটি। সিটির তরফ থেকে জানানো হয়েছে রদ্রিগোর গতি এবং খেলার ধরণ ম্যান সিটির পরিপূরক। ফলে এখানে তাঁর কোনও অসুবিধা হবে না। সিটির পাশাপাশি রদ্রিগোর জন্য ঝাঁপাতে পারে লিভারপুলও। তবে এখনই কিছু চূড়ান্ত নয়।

অন্যদিকে, রিয়েল মাদ্রিদে নাকি খুশি নন কিলিয়ান এমবাপ্পেও। নিজের পছন্দের জায়গা লেফট উইং-এ খেলতে না পারায় অসন্তুষ্ট হচ্ছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর।

জাতীয় দলের হয়ে বাম প্রান্তেই খেলেন এমবাপ্পে। আর রিয়েল মাদ্রিদে বাম প্রান্তে খেলেন ভিনিসিয়াস জুনিয়র। কোচ কার্লো আন্সেলোত্তি এমবাপ্পেকে খেলাচ্ছেন স্ট্রাইকারে। যা ভিনিকে নিজের জায়গা থেকে সরাতে চাইছেন না কোচ। ফলে কিছুটা হলেও সমস্যা হচ্ছে এমবাপ্পের। আর রিয়েল মাদ্রিদ সমর্থকদের অনেক বেশি প্রত্যাশা এমবাপ্পের কাছ থেকে। সেখানে বার্সেলোনার কাছে ৪-০ গোলে পরাজিত হওয়ার আরও চাপে রয়েছেন এমবাপ্পে।

একদম ডান দিকে রদ্রিগো
Barreto: লাল-হলুদ ক্লাবে 'সবুজ তোতা', আগামী মরসুমে ইস্টবেঙ্গলের কোচ হবেন ব্যারেটো? জল্পনা তুঙ্গে
একদম ডান দিকে রদ্রিগো
Wriddhiman Saha: কোন দু'জনের অনুরোধে এক মরসুম পরে অবসরের সিদ্ধান্ত ঋদ্ধির?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in