Kylian Mbappe: নঁতের বিরুদ্ধে গোল, পিএসজির জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে

পিএসজির জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল এডিনসন কাভানির। ২০২০ সালে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। এই কীর্তি গড়তে কাভানির লেগেছিল ২৯৮ ম্যাচ। এমবাপ্পে ২৪৭ ম্যাচ খেলেই ছাড়িয়ে গেলেন তাঁকে।
এমবাপ্পে
এমবাপ্পেফাইল ছবি

ঘরের মাঠে নঁতেকে ৪-২ গোলে পর্যুদস্ত করে লিগ ওয়ানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পিএসজি। এই ম্যাচে গোল করার সাথে সাথেই পিএসজির জার্সিতে নতুন রেকর্ড গড়লেন দলটির ফরাসী মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। প্যারিসিয়েনদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে।

পিএসজির জার্সিতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছিল এডিনসন কাভানির। ২০২০ সালে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন উরুগুয়েন স্ট্রাইকার। এই কীর্তি গড়তে কাভানির লেগেছিল ২৯৮ ম্যাচ। এমবাপ্পে ২৪৭ ম্যাচ খেলেই ছাড়িয়ে গেলেন তাঁকে। পিএসজির জার্সিতে এখন ২০১ গোলের মালিক এমবাপ্পে।

গতকাল ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। চলতি মরসুমে এটি আর্জেন্টাইন মহাতারকার ত্রয়োদশ গোল। পাশাপাশি লিগে টানা পঞ্চম ম্যাচেও গোল পেলেন এলএম টেন। এর পাঁচ মিনিট পর ১৭ মিনিটের সময় আত্মঘাতী গোলে লিড দ্বিগুণ হয় ফরাসি জায়ান্টদের।

২-০ গোলে পিছিয়ে পড়ার পর দুর্দান্ত কামব্যাক করেছিল নঁতে। প্রথমার্ধেই সমতা ফিরে পায় তারা।৩১তম মিনিটে লুদোভিক ব্লাস এবং ৩৮তম মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ইগনাতিয়াস গানাগো গোল করে সমতা এনে দেন নঁতেকে। প্রথমার্ধে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে নঁতেকে পাত্তাই দেয়নি পিএসজি। ৬০ মিনিটে দানিলো পেরেইরা এবং শেষে অতিরিক্ত সময়ে এমবাপ্পের গোলে বড় জয় তুলে নেয় প্যারিসিয়েনরা।

এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নঁতে আছে ১৩ নম্বরে। এক ম্যাচ কম খেলা মার্সেই ৫২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in