ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে নেই কোহলি-পন্থ, শ্রীলঙ্কার বিরুদ্ধেও থাকছেন ছুটিতে

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে দুরন্ত প্রদর্শন করেছেন বিরাট কোহলি এবং ঋষভ পান্ত। কোহলি ৪১ বলে ৫২ রান করেন এবং ঋষভ ২৮ বলে অপরাজিত থাকেন ৫২* রানে।
কোহলি-পন্থ
কোহলি-পন্থফাইল ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে দুরন্ত প্রদর্শন করেছেন বিরাট কোহলি এবং ঋষভ পান্ত। কোহলি ৪১ বলে ৫২ রান করেন এবং ঋষভ ২৮ বলে অপরাজিত থাকেন ৫২* রানে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ঋষভ ও বিরাটের কেউই থাকছেন না তৃতীয় টি-টোয়েন্টিতে।

কঠোর বায়ো বাবল থেকে মুক্তি দিতেই বিশ্রামে পাঠানো হচ্ছে বিরাট কোহলি এবং ঋষভ পান্তকে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে থাকছেন না দুই ক্রিকেটার। শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি নয়, আসন্ন শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি থেকে দুই ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই।

সব ফর্ম্যাটে খেলা প্লেয়ারদের যে মানসিক চাপ তৈরি হচ্ছে, তা থেকে মুক্তি দিতে এবং মেন্টাল হেলথ ঠিক রাখতে ঘুরিয়ে ফিরিয়ে ক্রিকেটারদের বিশ্রামে পাঠাচ্ছে বিসিসিআই।কোহলি এবং পান্তকে তাই দশ দিনের ছুটি দেওয়া হয়েছে। শনিবার সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরাট।

ডিসেম্বরে প্রোটিয়া সফরে যায় ভারত। সেখানে তিনটি টেস্ট এবং তিনটি ওডিআই ম্যাচ খেলেন বিরাট, ঋষভরা। এরপর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওডিআই এবং দুটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তাঁরা। এদিকে পোলার্ডদের বিপক্ষে সিরিজও নিশ্চিত হয়ে গেছে। তাই বায়ো বাবলের ক্লান্তি দূর করানোর জন্য ছুটি পেয়েছেন কোহলি ও পান্ত।

কোহলি-পন্থ
Ranji Trophy: অভিষেক ম্যাচেই ৩০০ রান! কলকাতায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড বিহারের ছেলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in