Kapil Dev: একে অপরের বিরুদ্ধে 'বাজে কথা' না বলে দক্ষিণ আফ্রিকা সিরিজে মন দিক বিরাট-সৌরভ: কপিলদেব

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিলদেব জানান, "এই মুহূর্তে কারো দিকে আঙুল তোলাটা ঠিক নয়। দক্ষিণ আফ্রিকা সফর শুরু হতে চলেছে। অনুগ্রহ করে সেদিকে মনোযোগ দেওয়া হোক।"
কপিলদেব
কপিলদেব ফাইল ছবি দ্য ট্রিবিউন-এর সৌজন্যে

বিরাট-সৌরভ বিতর্ক নিয়ে গতকাল মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে সবার সামনে পরিস্কারভাবে বিষয়টি জানানোর জন্য বলেন। বৃহস্পতিবার বিরাট-সৌরভ বিতর্কের ইস্যুতে ভারতের টেস্ট অধিনায়ক এবং বোর্ড সভাপতিকে একহাত নিলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিলদেব। একে অপরের বিরুদ্ধে 'বাজে কথা' না বলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেন কপিল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিলদেব জানান, "এই মুহূর্তে কারো দিকে আঙুল তোলাটা ঠিক নয়। দক্ষিণ আফ্রিকা সফর শুরু হতে চলেছে। অনুগ্রহ করে সেদিকে মনোযোগ দেওয়া হোক।"

বিরাট কোহলি যেভাবে বোর্ডের বিরুদ্ধে কথা বলেছেন তা কিছুতেই মানতে পারছেন না দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তী কপিলদেব। অতীতেও ক্রিকেটারদের সাথে বোর্ডের ঝামেলা বেঁধেছে। তবে তা জনসমক্ষে আসেনি। এবারের ঘটনা সম্পূর্ণ ভিন্ন। কপিলদেব বলেন," জনসমক্ষে একে অপরের বিরুদ্ধে বাজে কথা বলার বিষয়টি ভালো নয়। তা সে সৌরভ হোক কিংবা বিরাট।"

বিরাট কোহলি বুধবার সাংবাদিক সম্মেলনে এসে কথা বলার পর থেকেই উত্তাল ভারতীয় ক্রিকেট। সৌরভ গাঙ্গুলি আজ সাংবাদিকদের জানান, "এটি খুবই স্পর্শকাতর ব্যাপার। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বোর্ড যা ব্যবস্থা নেওয়ার সঠিক সময়েই নেবে।"

কপিলদেবের কথায় বোর্ড প্রেসিডেন্ট অবশ্যই বিরাট সম্মানের জায়গা। কিন্তু ভারতের অধিনায়কের পদটাও কম গুরুত্বপূর্ণ নয়। তিনি জানেন না আসল ব্যাপার কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের কথা ভাবা। দলের কথা ভাবা। এমন ব্যাপারে মাথা গলানো উচিত নয়, যেখানে ফোকাস নষ্ট হয়। বোর্ডের সঙ্গে অধিনায়কের মতের অমিল হতেই পারে। কিন্তু সেটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়।

কপিলদেব
Sourav Ganguly: 'বোর্ড যা ব্যবস্থা নেওয়ার সঠিক সময়েই নেবে', বিরাট বিতর্কে মুখ খুললেন সৌরভ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in