
আর কিছুক্ষণ পর সল্টলেক স্টেডিয়ামে শুরু হবে কলকাতা ডার্বি। টানা ৯ ডার্বি জিততে সমর্থকরা হুয়ানের দিকে তাকিয়ে রয়েছে। তবে একাধিক ডার্বি জিতলেও মোহনবাগান সুপার জায়ান্ট কোচ এখনও আত্মতুষ্ট নন। তাঁর একমাত্র লক্ষ্য জয়। জয় ছাড়া অন্য কিছু ভাবিছেন না তিনি।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে হুয়ান জানান, 'এটা ভিন্ন ম্যাচ। অতীতে পড়ে থাকতে চাই না। ফুটবলে আবেগ একই থাকলেও, আগের ম্যাচের রেজাল্ট অতীত হয়ে যায়। প্রত্যেক ম্যাচই কঠিন। ডুরান্ড কাপ, এএফসির সব ম্যাচই ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তাই আবারও বলছি, আগের মরশুম অতীত। আগের ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছি মানে এই নয় যে পরের ম্যাচেও সেটা থাকবে।'
ডার্বির আগে দলের দুই নবাগত বিদেশি জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকুকে ডুরান্ডে নথিভুক্ত করে মোহনবাগান। তাহলে কি ডার্বিতেই কলকাতা ময়দানে অভিষেক হবে দুই তারকা বিদেশির? ফেরান্দো বলেন, 'আমাদের কাছে এএফসি কাপের ম্যাচ গুরুত্বপূর্ণ। খেলতে খেলতে প্লেয়াররা উন্নতি করছে। কেউ ৫৫ মিনিট খেলার জন্য তৈরি, কাউকে আবার ২০ মিনিটের বেশি খেলানো যাচ্ছে না। তাই আমরা সমস্ত বিকল্প খোলা রেখেছি।'
লাল হলুদকে সমীহ করে ফেরান্দো বলেন, 'ইস্টবেঙ্গল এবার ভালো ফুটবলার সই করিয়েছে। ওরা দু'জন বিদেশিকে নিয়েছে যাদের আমি চিনি। তাই দলটা যথেষ্ট ভালো। প্রতিনিয়ত উন্নতি করছে। তবে ওরাও আমাদের মতোই ১-২ সপ্তাহ আগে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করেছে। একটু সময় পেলে ভালো হতো। তবে আমাদের দলেও কোয়ালিটি ফুটবলার আছে। আমরাও নিজেদের ছন্দে খেলার চেষ্টা করব। সমর্থকদের ডার্বি উপহার দেব'।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন