

চলতি ইউরোতে খেলা ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো এবার সবুজ মেরুন জার্সিতে। দু বছরের জন্য এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। চলতি ইউরোর গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই বদলি হিসেবে নেমেছিলেন কাউকো। ইউরোর সফর আপাতত শেষ হয়েছে ফিনল্যান্ডের। তবে কাউকো অপেক্ষায় আছেন সবুজ মেরুনদের শিবিরে যোগ দেওয়ার জন্য।
ইতিমধ্যেই সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশ্যে ট্যুইট করে একথা জানিয়েছেন কাউকো। এটিকে মোহনবাগানের একটি জার্সি গায়ে ছবি পোস্ট করে তিনি ট্যুইট করে লেখেন, "মেরিনার্স,তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।"
ফিনল্যান্ডের এফসি ইন্টারের অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এই ফুটবলার। খেলেছেন জার্মানির চতুর্থ ডিভিশন ক্লাবেও। দেশের হয়ে ২৫ টি ম্যাচ খেলেছেন কাউকো। সুইডেনের দ্বিতীয় ডিভিশন ক্লাব এসজার্গ এফবি থেকে রিলিজ পাওয়ার পর এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এই ৩০ বর্ষীয় সেন্ট্রাল মিডফিল্ডার।
ইউরোতে খেলা তারকা ফুটবলারের দলে যোগ দেওয়ার খবরে সবুজ মেরুনদের পালে খুশির হাওয়া। এএফসি ক্লাবের আগে মেরিনার্সদের ভিত আরও শক্তিশালী হলো কাউকোর যোগ দেওয়ায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন