কমনওয়েলথে নজরকাড়া পারফর্ম্যান্স জেমিমার, ICC-র তালিকায় প্রথম দশে জায়গা ভারতীয় ব্যাটারের

প্রথম ১০ ব্যাটারদের মধ্যে নাম রয়েছে জেমিমার। জেমিমার বর্তমান টি-২০ রেটিং হল ৬৩০। এর আগে ২০১৯ সালে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন।
জেমিমা রড্রিগেস
জেমিমা রড্রিগেসছবি সৌজন্যে জেমিমা রড্রিগেসের ট্যুইটার হ্যান্ডেল
Published on

কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফর্ম্যান্স করার পুরস্কার পেল জেমিমা রড্রিগেস। ICC T-20 মহিলা ব্যাটারদের তালিকায় প্রথম ১০-এ জায়গা করে নিলেন তিনি। এর পাশাপাশি বোলার রেণুকা সিং-এর উত্থানও যথেষ্ট লক্ষ্যণীয়।

চলতি কমনওয়েলথ গেমসে রুপো জেতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। নজরকাড়া পারফর্ম্যান্স করেন ব্যাটার জেমিমা রড্রিগেস। মোট ১৪৬ রান করেন তিনি। ৭ আগস্ট প্রকাশিত হয় ICC-র মহিলাদের তালিকা। সেখানেই দেখা যায় প্রথম ১০ ব্যাটারদের মধ্যে নাম রয়েছে জেমিমার। জেমিমার বর্তমান টি-২০ রেটিং হল ৬৩০। এর আগে ২০১৯ সালে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। ফের একবার ১০ জনের মধ্যে জায়গা করে নিয়ে দেশকে বিরাট উপহার দিলেন তিনি।

সেই তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটার বেথ মুনি। তাঁর রেটিং ৭৪৩। ৭২৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ারই ব্যাটার মেগ ল্যানিং। তৃতীয় স্থানে নিয়জিল্যান্ডের সোফি ডিভাইন। রেটিং ৭১৫। চতুর্থ স্থানে আছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মন্দানা। তাঁর রেটিং ৭১২। ৬৯৫ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে আছেন ভারতের আর এক ব্যাটার শেফালি বর্মা।

অন্যদিকে, মহিলা বোলার রেণুকার উত্থানেও খুশি ভারতীয় শিবির। ICC-র তালিকায় দেখা যাচ্ছে রেণুকা ১০ ধাপ এগিয়েছেন। বর্তমানে তিনি ১৮ নম্বরে আছেন। বোলারদের টি-২০ র‍্যাঙ্কিং-এ ষষ্ঠ স্থানে আছেন দীপ্তি শর্মা।

জেমিমা রড্রিগেস
CWG 22 : দেখে নিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের ৬১ টি পদক তালিকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in