Italian Open: টানা সাড়ে তিন ঘণ্টার লড়াই, কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল

এদিন কানাডিয়ান প্রতিপক্ষ ত্রয়োদশ বাছাই ডেনিস শাপোভালোভকে তিনি হারালেন ৩-৬, ৬-৪, ৭-৬ (৭/৩)-এ। দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে এদিন জয় ছিনিয়ে নেন নাদাল।
রাফায়েল নাদাল ও ডেনিস শাপোভালোভ
রাফায়েল নাদাল ও ডেনিস শাপোভালোভছবি এটিপি ট্যুর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

তিন ঘণ্টা তিরিশ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর ইটালীয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ন’বারের চ্যাম্পিয়ন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। এদিন কানাডিয়ান প্রতিপক্ষ ত্রয়োদশ বাছাই ডেনিস শাপোভালোভকে তিনি হারালেন ৩-৬, ৬-৪, ৭-৬ (৭/৩)-এ। দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে এদিন জয় ছিনিয়ে নেন নাদাল।

ম্যাচের প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে একসময় ০-৩-এ পিছিয়ে পড়েছে রাফা। এরপরেই ধীরে ধীরে তিনি খেলার ওপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করেন এবং ৬-৪-এ দ্বিতীয় সেট ছিনিয়ে নেন।

ম্যাচের তৃতীয় তথা শেষ সেটে একসময় পিছিয়ে পড়েও দুটি ম্যাচ পয়েন্ট সেভ করে ফের ম্যাচে ফেরেন নাদাল।

৩৪ বছর বয়সী নাদাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন জার্মানির আলেকজান্দার জাভারেভ অথবা জাপানের কেই নিশিকোরির। গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে জাভারেভের কাছে পরাজিত হয়েছিলেন রাফায়েল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in