

তিন ঘণ্টা তিরিশ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর ইটালীয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ন’বারের চ্যাম্পিয়ন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। এদিন কানাডিয়ান প্রতিপক্ষ ত্রয়োদশ বাছাই ডেনিস শাপোভালোভকে তিনি হারালেন ৩-৬, ৬-৪, ৭-৬ (৭/৩)-এ। দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে এদিন জয় ছিনিয়ে নেন নাদাল।
ম্যাচের প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে একসময় ০-৩-এ পিছিয়ে পড়েছে রাফা। এরপরেই ধীরে ধীরে তিনি খেলার ওপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করেন এবং ৬-৪-এ দ্বিতীয় সেট ছিনিয়ে নেন।
ম্যাচের তৃতীয় তথা শেষ সেটে একসময় পিছিয়ে পড়েও দুটি ম্যাচ পয়েন্ট সেভ করে ফের ম্যাচে ফেরেন নাদাল।
৩৪ বছর বয়সী নাদাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন জার্মানির আলেকজান্দার জাভারেভ অথবা জাপানের কেই নিশিকোরির। গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে জাভারেভের কাছে পরাজিত হয়েছিলেন রাফায়েল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন