
ইতালিয়ান ওপেনে কেরিয়ারের ১০০০ তম ম্যাচে হারের মুখ দেখতে হলো মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে। বিশ্ব র্যাঙ্কিংএর ৪৪ নম্বর তারকা আর্জেন্টিনার নাদিয়া পোডোরোসকার কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় জানাতে হলো চার বারের রোম বিজয়িনীকে। দু ঘন্টার ম্যাচে ৭-৬(৮/৬)এবং ৭-৫ সেটে সেরেনাকে রুখে দেন পোডোরোসকা।
অস্ট্রেলিয়ান ওপেনে নাওমি ওসাকার কাছে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এবছর আর কোর্টে নামেননি সেরেনা। কেরিয়ারের ১০০০ তম ম্যাচ খেলতে ইতালিয়ান ওপেনে নেমেছিলেন।কিন্তু ঐতিহাসিক এই ম্যাচে জয়ের পরিবর্তে হারের মুখ দেখতে হলো ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস কিংবদন্তীকে। গত বছর সকলকে চমক দেখিয়ে রোলাঁ গ্যারোতে সেমিফাইনালে পৌঁছে ছিলেন পোডোরোসকা। এবার রোমে সেরেনাকে হারিয়ে আবারও চমক লাগলেন তিনি।
এই হার সেরেনার টেনিস কেরিয়ারের ১৪৯ তম হার। ১০০০ টি ম্যাচের মধ্যে ৮৫১ টি ম্যাচে জয় পেয়েছেন তিনি। যা এক কথায় অনবদ্য। আর্জেন্টাইন পোডোরোসকার পরের ম্যাচ রয়েছে ক্রোয়েশিয়ার পেট্রা ম্যাট্রিকের বিপক্ষে। পেট্রা ফ্রান্সের ক্রিস্টিনা মেদেনোভিককে ৭-৫,৬-৩ সেটে হারিয়েছে।
সেরেনার হেরে যাওয়া ছাড়াও এদিন আরো এক বড় অঘটন ঘটেছে রোমে। দ্বিতীয় বাছাই নাওমি ওসাকা রাউন্ড অফ ৩২ থেকে বিদায় জানিয়েছেন। আমেরিকান টেনিস তারকা জেসিকা পেগুলার কাছে ৭-৬(৭-২), ৬-২ ফলে স্ট্রেট সেটে হারতে হয়েছে জাপানী তারকাকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন