ISL: ষষ্ঠ ম্যাচেও জয় অধরা এসসি ইষ্টবেঙ্গলের, কেরালার বিরুদ্ধে ম্যাচ ড্র

তিলক ময়দান স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-হলুদদের। পয়েন্ট খুইয়ে লীগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গল তলিয়ে গেলো আরও গভীরে।
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্সছবি এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

এসসি ইস্টবেঙ্গল যেনো জিততেই ভুলে গেছে। ষষ্ঠ ম্যাচে এসেও জয়ের দেখা পেলেন না মানালো দিয়াজরা। তিলক ময়দান স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-হলুদদের। পয়েন্ট খুইয়ে লীগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গল তলিয়ে গেলো আরও গভীরে। এই ম্যাচে এক পয়েন্ট নিয়ে লীগ টেবিলের সপ্তম স্থানে রইলো কেরালা ব্লাস্টার্স।

এসসি ইস্টবেঙ্গলের কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজ গোয়া ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন করেন। শুভম সেনের পরিবর্তে ক্রস বারের নীচে দাঁড়ান শঙ্কর রায়। এছাড়া নওরেম মহেশ সিং, আমির দার্ভিসেভিচ ও বিকাশ জাইরুর বদলে দলে আসে ড্যানিয়েল চিমা, থঙখোসিম সেম্বয় হাওকিপ ও লালরিনলিয়ানা হামতে। ইভান ভুকোমানোভিচ কেরালা দলে আনেন তিনটি পরিবর্তন। আলবিনো গোমসের জায়গায় কেরালার ক্রস বারের নীচে দাঁড়ান প্রভসুখন গিল। হরমনজ্যোৎ সিং খাবরার বদলে সন্দীপ সিং এবং ভিন্সি বারেটোর জায়াগায় নামেন পুইটিয়া।

দুই পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তলানিতে থাকা ইস্টবেঙ্গল রবিবার প্রথম তিন পয়েন্ট অর্জনের জন্য মাঠে নামে। তিলক ময়দান স্টেডিয়ামে লাল-হলুদদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স অবশ্য শুরুতে দাপট দেখায়। ১৭ মিনিটে তারা গোলের দেখা পেয়েও যায়। তবে বিতর্কিত সেই গোল রেফারি বাতিল করে দেন। প্রথমার্ধের জল পানের ৩০ মিনিট পর্যন্ত দুই দলই থাকে গোলশূন্য ভাবে। ম্যাচের ৩৭ মিনিটে গোলের মুখ খুলে ফেলে ইস্টবেঙ্গল। রাজুর লং থ্রো থেকে দুরন্ত হেডে গোল করে লাল-হলুদদের এগিয়ে দেন টমিস্লাভ মার্সেলা। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি মানালো দিয়াজরা। ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে কেরালাকে সমতা এনে দেন আলভারো ভাজকেজ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে।

দ্বিতীয়ার্ধে দুই দল জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও কোনো পক্ষই স্কোরলাইন বাড়াতে পারেনি। ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমেই। এই ম্যাচে ৬৯ শতাংশ বল নিজেদের দখলে রাখে কেরালা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গল মাত্র ৩১ শতাংশ বলই নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in