ISL: দুর্বল ওড়িশাকে নিয়ে ছেলেখেলা মুম্বাইয়ের - জয় ৬-১ ব্যবধানে

ISL: দুর্বল ওড়িশাকে নিয়ে ছেলেখেলা মুম্বাইয়ের - জয় ৬-১ ব্যবধানে
মুম্বাই সিটি এফসির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ওড়িশা ফুটবল ক্লাবকে নিয়ে ছেলেখেলা করে গোল উৎসবে মাতলো মুম্বই সিটি এফসি। স্টিভেন দিয়াজের ছেলেদের হাফ ডোজন গোলের মালা পরালো সের্জিও লোবেরার ছাত্ররা। মুম্বই সিটির হয়ে এদিন দুরন্ত হ্যাটট্রিক করলেন বিপিন সিং। জোড়া গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থেলোমিউ ওগবেচ। একটি গোল করেন গোড্ডার্ড। ওড়িশার হয়ে পেনাল্টি থেকে একটি মাত্র গোল করেন দিয়েগো মৌরিসিও। মুম্বই জয় পায় ৬-১ -এর বিশাল ব্যবধানে।

বুধবার শুরুর ৯ মিনিটেই এগিয়ে যায় ওড়িশা। পেনাল্টি থেকে গোল করে দিয়েগো মৌরিসিও। তবে এর ঠিক পাঁচ মিনিট বাদেই বার্থেলোমিউ ওগবেচ গোল করে মুম্বইকে সমতা এনে দেয়। ৩৮ মিনিটে বিপিন সিং-এর গোলে ব্যবধান বাড়ায় মুম্বই। ৪৩ মিনিটে বার্থেলোমিউ ওগবেচ মুম্বইয়ের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন। তৃতীয় গোলের পরমুহূর্তেই আবার এক গোল স্কোর লাইনে যোগ করে সের্জিও লোবেরার বাহিনী। এবার গোল করেন গোড্ডার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল হজম করতে হয় ওড়িশাকে। মুম্বইয়ের হয়ে এবার গোল করেন বিপিন সিং। ৮৬ মিনিটে ওড়িশা শিবিরে শেষ পেরকটি পুঁতে দেন বিপিন সিং। সেইসঙ্গে এই ভারতীয় মিডফিল্ডার পূরণ করেন হ্যাটট্রিকও। ৬-১ ব্যবধানে বড় জয় আসে মুম্বই শিবিরে।

বাম্বোলিমে এদিনের ম্যাচ ছিল নিয়মরক্ষার। লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মুম্বই আগেই পৌঁছেছে নক আউট পর্বে। অন্যদিকে প্রতিপক্ষ ওড়িশা ১৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের একদম তলানিতে। দুর্বল ওড়িশাকে নিয়ে তাই ছেলে খেলা করলো বিপিন সিং, বার্থেলোমিও ওগবেচরা। শীর্ষে থাকা এটিকে মোহনবাগানের থেকে সমসংখ্যক ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেছনে রয়েছে মুম্বই সিটি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in