ISL: নিয়মরক্ষার ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র কেরালা ব্লাস্টার্সের
কেরালা ব্লাস্টার্স-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ISL: নিয়মরক্ষার ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র কেরালা ব্লাস্টার্সের

Published on

কেরালা ব্লাস্টার্স বনাম চেন্নাইয়ান এফসি-র ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে। দুই দলই চলতি আইএসএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। নিয়মরক্ষার ম্যাচে জিএমসি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো কিবু ভিকুনা এবং সিসাবা লাসজো। দুজনকেই সন্তুষ্ট থাকতে হয়েছে এক-এক পয়েন্ট নিয়েই।

এদিন প্রথমার্ধের ১০ মিনিটেই এগিয়ে যায় কেরালা। এডুইন সিডনি ভানসপলের পাস থেকে গোল করে কিবু ভিকুনার দলকে এগিয়ে দেন ফ্যাটখুল্লো ফ্যাটখুল্লোএভ। তবে এই লীড বেশিক্ষণ স্থায়ী হয়নি কেরালার। ২৯ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে চেন্নাইকে সমতা এনে দেন গ্যারি হুপার।

চলতি আইএসএলে এটাই ছিলো চেন্নাইয়ের শেষ ম্যাচ। চলতি মরশুমটা শীঘ্রই ভুলে যেতে চাইবে সিসাবা লাসজো। ২০ ম্যাচে তারা সংগ্রহ করেছে ২০ পয়েন্ট। জিতেছে মাত্র ৩ টি ম্যাচ। ড্র করেছে ১১ টি ম্যাচ এবং হারতে হয়েছে ৬ টি ম্যাচ। এই ম্যাচের শেষে লীগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে তারা।

আজকের এক পয়েন্ট নিয়ে ১৯ ম্যাচে মোট ১৭ পয়েন্ট কেরালার। হাতে রয়েছে আর একটি ম্যাচ। কিবু ভিকুনারা রয়েছে লীগ টেবিলের দশম স্থানে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in