ISL: হায়দারাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র জামশেদপুরের

জামশেদপুর এফসি প্রথমার্ধে এগিয়ে থেকেও লীড ধরে রাখতে পারেনি। দুই দলকেই সন্তুষ্ট থাকতে হলো এক-এক পয়েন্ট নিয়েই।
জামশেদপুর বনাম হায়দারাবাদ
জামশেদপুর বনাম হায়দারাবাদছবি জামশেদপুর এফসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে। জামশেদপুর এফসি প্রথমার্ধে এগিয়ে থেকেও লীড ধরে রাখতে পারেনি। দুই দলকেই সন্তুষ্ট থাকতে হলো এক-এক পয়েন্ট নিয়েই। বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র হয়ে একটি মাত্র গোলটি করেছেন গ্রেগ স্টেয়ার্ট এবং হায়দরাবাদের হয়ে গোলটি করেন বার্থোলোমিউ ওগবেচ।

বৃহস্পতিবার জামশেদপুর বনাম হায়দরাবাদের লড়াইয়ে প্রথমার্ধের ৪১ মিনিটে এগিয়ে যায় জামশেদপুর এফসি। ৩১ বর্ষীয় স্কটিশ ফরোয়ার্ড গ্রেগ স্টেয়ার্ট এগিয়ে দেন ওয়েন সোয়েলর দলকে। তবে এগিয়ে গিয়েও এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জামশেদপুর। ৫৪ মিনিটের মাথায় জোয়াও ভিক্টরের পাস থেকে গোল করে নিজামের শহরকে সমতা এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থোলোমিউ ওগবেচ। শেষ পর্যন্ত এই ১-১ ফলাফলেই ম্যাচ শেষ হয়।

গত আইএসএলের মরশুমে দুই পক্ষের সাক্ষাতের দুটি ম্যাচই ড্র হয়েছিলো। প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচের ফলাফল ছিলো গোল শূন্য ড্র। চলতি মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে। দুই দলই চলতি আইএসএলে নিজেদের শেষ ম্যাচে জয় অর্জন করে আজ মাঠে নেমেছিলো। জামশেদপুর এফসি নিজেদের প্রথম ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের সাথে ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়াকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফেরেন ওয়েন সোয়েলরা। এদিন তৃতীয় ম্যাচে আবারও ড্র করলো তারা। অন্যদিকে হায়দরাবাদ প্রথম ম্যাচে চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে ১-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছিলো।

আইএসএলের লীগ টেবিলের পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে জামশেদপুর এফসি এবং হায়দরাবাদ এফসি। তিন ম্যাচের শেষে জামশেদপুরের পয়েন্ট ৫ এবং হায়দরাবাদের পয়েন্ট ৪। ৬ পয়েন্ট অর্জন করে শীর্ষ চারে রয়েছে যথাক্রমে মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, চেন্নাইয়ান এফসি এবং এটিকে মোহনবাগান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in