ISL: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি এফসি গোয়ার, হায়দারাবাদের সঙ্গে ম্যাচ ড্র রেখেই প্লে অফের ছাড়পত্র

ISL: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি এফসি গোয়ার, হায়দারাবাদের সঙ্গে ম্যাচ ড্র রেখেই প্লে অফের ছাড়পত্র
এফ সি গোয়ার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসলো এফসি গোয়া। হায়দরাবাদকে পাঁচ নম্বরেই রেখে চলতি আইএসএলের চতুর্থ দল হিসেবে প্লে অফে জুয়ান ফেরান্ডোরা। গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে হায়দরাবাদ এফসি এবং এফসি গোয়ার ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য ড্র এর মাধ্যমে।

রবিবার এই দুই দলের ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ছিলো তুঙ্গে। যেই দল জিতবে তারা পৌঁছে যাবে প্লে অফে। কিন্তু ম্যাচ ড্র হলে ছিটকে যাবে হায়দরাবাদ। তাই হলো। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা অতিরিক্ত ৭ মিনিটেও গোলের দেখা পায়নি কোনো দল। তাতে কপাল পুড়লো ম্যানুয়াল মার্কুইজেরই।

সম্পূর্ণ ম্যাচে দুই দল সমানে সমানে পাল্লা দিয়ে লড়াই করেছে। দুই দলই ৫০ শতাংশ বল নিজেদের দখলে রাখে। তবে হায়দরাবাদ অন টার্গেটে একটি শট নিতে পারলেও গোয়া পারেনি। এদিন অন বেঞ্চে হায়দরাবাদের লুইস সাস্ত্রে এবং এফসি গোয়ার আলবের্টো নোগুয়েরাকে লাল কার্ড দেখতে হয়।

২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে এডু বেডিয়ারা। হায়দরাবাদ চলতি আইএসএল শেষ করেছে পঞ্চম স্থানে। তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে এটিকে মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র সংগ্রহ ১৯ ম্যাচে ৩৭। ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে নর্থইস্ট ইউনাইটেড।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in