ISL: চেন্নাইয়ান এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র বেঙ্গালুরু এফসি-র

ISL: চেন্নাইয়ান এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র বেঙ্গালুরু এফসি-র
বেঙ্গালুরু এফ সি-র ট্যুইটারের সৌজন্যে

গোল করার বেশ কয়েকটি সুযোগ সত্বেও জাল খুঁজে পেলোনা চেন্নাইয়ান এফসি। হতাশ হয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে শুক্রবার ব্যাঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়ান এফসি-র ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য ড্র এর মাধ্যমে।

প্রথম লীগের ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে ১-০ ব্যবধানে হারতে হয়েছিলো চেন্নাইকে। এদিন ফিরতি লীগে সিসাবা লাসজোর ছাত্রদের কাছ সুযোগ ছিলো মধুর প্রতিশোধ নেওয়ার। কিন্তু ব্যাঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধুকে পরাস্ত করে গোল করতে ব্যর্থ হয় তারা। পুরো ম্যাচ জুড়েই ছিল হাড্ডাহাড্ডি লড়াই।

গত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে এদিন মাঠে নেমেছিলো সুনীল ছেত্রীরা। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে কাঙ্খিত জয় অর্জন সম্ভব হয়নি। উল্টে এদিন চেন্নাইয়ান বেশি দাপট দেখিয়ে যায়। অন্যদিকে এলি সাবিয়ার চেন্নাইয়ের চলতি মরশুমটা একদমই ভালো যাচ্ছে না। একের পর এক ম্যাচ হেরে, পয়েন্ট খুইয়ে লীগ টেবিলের ৮ নম্বরে নেমে গেছে তারা। আজকের ম্যাচকে ধরলে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে ড্র এবং দুটিতে হারতে হয়েছে তাদের।

আজকের ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছে চেন্নাই। ব্যাঙ্গালুরুর যেখানে বল পজিশন ৪৬ শতাংশ, সেখানে চেন্নাইয়ান এফসি-র ৫৪ শতাংশ। এদিন চেন্নাইয়ান মোট ১৩ টি শট নেয়। যার মধ্যে ৬ টি অন টার্গেটে থাকলেও গোলের দেখা পায়নি ইসমাইল গনসালভেস, এলি সাবিয়ারা।

ফাতোর্দায় গোল শূন্য ড্র এর পর ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু এফসি। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের অষ্টম স্থানে চেন্নাইয়ান এফসি।

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in