

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামসের গোলে তিন পয়েন্ট অর্জন করলো এটিকে মোহনবাগান। গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে দু'বারের আইএসএল জয়ী চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। চলতি মরশুমের প্রথম পর্বের ম্যাচে দুই দলই গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকে। বৃহস্পতিবার সিসাবা লাসজোর দলের বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচে জয় পেতে বদ্ধপরিকর ছিল আন্তোনিয়ো লোপেস হাবাস। টান টান উত্তেজনার ম্যাচে নির্ধারিত সময়ের শেষে অতিরিক্ত সময়ে শেষ হাসি হাসলো সবুজ মেরুনরা।সৌজন্যে ডেভিড উইলিয়ামসের দুরন্ত গোল।
এদিন গোলশূন্য প্রথমার্ধে দুই দলই সমানভাবে লড়াই চালিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও ঠিক একই ছবি দেখা যায়। বল পজিশনের নিরিখে এদিন ৫৪ শতাংশ দখলে রেখেছে এটিকে মোহনবাগান এবং ৪৬ শতাংশ চেন্নাইয়ান এফসি।দুই দলই ৭ টি করে শট নেয়, যার মধ্যে এটিকে ৪ টি শট টার্গেটে রাখতে সক্ষম হলেও চেন্নাইয়ান এফসি একটিও শট টার্গেটে রাখতে পারেনি।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ায় মনে হচ্ছিলো প্রথম পর্বের ম্যাচের অনুরূপ এই ম্যাচেও গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে। তবে তা হয়নি। শেষ হাসি হাসেন হাবাসই। দ্বিতীয়ার্ধের শেষে ইনজুরি টাইমের শুরুতেই জাভি হার্নান্ডেজের পাস থেকে গোল করে সবুজ মেরুনদের জয় এনে দেন অজি তারকা ডেভিড উইলিয়ামস।
আজকের জয়ের পর লীগ টেবিলের শীর্ষে থাকা মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো এটিকে মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা হাবাসদের পয়েন্ট ১২ ম্যাচে ২৪।প্রথম স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র সংগ্রহ ১১ ম্যাচে ২৬ পয়েন্ট। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল লীগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন