

আগামী শনিবার আইএসএলের প্রথম কলকাতা ডার্বি। আর ডার্বির আগেই আইএসএলের দ্বিতীয় ধাপের সূচি প্রকাশ করলো এফএসডিএল। সেপ্টেম্বর মাসে এফএসডিএল ৩০ ডিসেম্বর অবধি সূচি প্রকাশ করেছিল। এবার পুরো সূচি প্রকাশ করলো তারা।
নয়া সূচিতে নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে ২ জানুয়ারি মাঠে নামবে মোহনবাগান ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে ৬ জানুয়ারি মাঠে নামবে ইস্টবেঙ্গল। বিপক্ষে মুম্বই সিটি এফসি। ১১ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে মহামেডান।
মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মধ্যে দ্বিতীয় লেগের ডার্বি হবে ১১ জানুয়ারি। সেটা মোহনবাগানের হোম ম্যাচ। মহমেডান এবং মোহনবাগানের মধ্যে দ্বিতীয় লেগের মিনি ডার্বি হবে ১ ফেব্রুয়ারি। মহামেডান ও ইস্টবেঙ্গলের মধ্যে মিনি ডার্বি হবে ১৬ ফেব্রুয়ারি। সব ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে।
১২ মার্চ শেষ হবে লিগের খেলা। প্লে অফ আর ফাইনালের তারিখ পরে ঠিক হবে। যে দল লিগে এগিয়ে থাকবে সেই ভিত্তিতে প্লে অফের সূচি নির্ধারিত হবে। আপাতত গ্রুপ শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। মোহনবাগান রয়েছে ৪ নম্বরে। মহামেডান ১০ নম্বরে এবং ইস্টবেঙ্গল সবার শেষে ১৩ নম্বরে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন