ISL 21-22: এগিয়ে থেকেও হোঁচট - জামশেদপুরের বিরুদ্ধে ড্র এসসি ইস্টবেঙ্গলের

গোয়ার ভাস্কো দা গামার তিলক ময়দান স্টেডিয়ামে হিরো ইন্ডিয়ান সুপার লীগের ২০২১-২২ মরশুমের নিজেদের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-হলুদদের।
এস সি ইষ্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
এস সি ইষ্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসিছবি এস সি ইষ্টবেঙ্গল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

এগিয়ে থেকেও হোঁচট খেলো এসসি ইস্টবেঙ্গল। গোয়ার ভাস্কো দা গামার তিলক ময়দান স্টেডিয়ামে হিরো ইন্ডিয়ান সুপার লীগের ২০২১-২২ মরশুমের নিজেদের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-হলুদদের। জামশেদপুর এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে।

তিলক ময়দান স্টেডিয়ামে রবিবার ১৭ মিনিটেই এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদদের কর্নার থেকে আসা শট রেহেনেশ আটকালেও পুরো ক্লিয়ার করতে পারেননি। বল যায় পেরেসোভিচের কাছে। পেরেসোভিচের মারা বল চলে যায় ক্রোয়েট ডিফেন্ডার ফ্রাঞ্জো প্রসের কাছে। অনবদ্য ব্যাক ভলি মারেন প্রস। জামশেদপুরের ভালসকিসের গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব এসসি ইস্টবেঙ্গল।

শুরুতে এগিয়ে গেলেও এই লীড প্রথমার্ধের শেষ পর্যন্তই ধরে রাখতে পারেননি লাল-হলুদরা। এবারও সেই রক্ষণের সমস্যায় ভুগতে হলো দলটিকে। প্রথমার্ধের ৪৫ মিনিটের পর ইনজুরি সময়ে নেরিজুস ভালসকিসের বাড়ানো পাস থেকে অরিন্দম ভট্টাচার্যকে পরাস্ত করে জামশেদপুরকে সমতা এনে দেন স্বয়ং অধিনায়ক পিটার হার্টলে। শেষ পর্যন্ত এই সমতাই বজায় থাকে দুই পক্ষের। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে।

গত বছর আইএসএলে অভিষেক ঘটিয়ে ২০টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছিলো এসসি ইস্টবেঙ্গল। ন'টি ম্যাচ হেরেছিলো। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছিলো। এ বার সেই চরম ব্যর্থতা মুছে নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। নতুন দল, নতুন কোচ, নতুন মুখ নিয়ে তারা খেলতে নেমেছে। তবে ডার্বির আগের ম্যাচে ম্যানুয়েল মানোলো দিয়াজের পয়েন্ট খোয়ানোটা কিছুটা চাপের মধ্যে ফেলবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in