
লম্বা বিরতির পরে শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইএসএল। আজ যুবভারতীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। এই ম্যাচ ৩-০ ব্যবধানে জিতলেই পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠবে সবুজ-মেরুন ব্রিগেড।
৭ ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট এখন ১৪। আর গ্রুপ শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি-র ৮ ম্যাচ খেলে পয়েন্ট ১৭। আজকের ম্যাচে মোহনবাগান যদি ৩ গোলের ব্যবধান রেখে জিততে পারে তাহলে টেবিল টপার হবে। যদিও জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচকে হালকা ভাবে নিচ্ছেন না বাগান কোচ মোলিনা। বাগান কোচকে ভাবাচ্ছে দলের অন্যতম স্তম্ভ গ্রেগ স্টুয়ার্ট আর অনিরুদ্ধ থাপা এবং আশিস রাইয়ের চোট।
দলে চোট আঘাত থাকলেও বিকল্প হিসেবে অন্যদের প্রস্তুত রাখছেন মোলিনা। বাগান কোচ বলেন, 'আশা করি, থাপা খেলবে। আশিস হয়তো খেলতে পারবে না। তার বিকল্প কাউকে খেলাব। দীপেন্দুকে খেলাতে পারি। গ্রেগ এখনও খেলার জায়গায় আসেনি। ওর হাঁটুর চোট এখনও পুরোপুরি সারেনি। তবে আমি এই নিয়ে চিন্তিত নই। ফুটবলে চোট, সাসপেনশন হতেই পারে। এগুলো নিয়েই চলতে হয়। এসবের জন্য বিকল্প তৈরি রাখতে হয়। আমাদের দলে যথেষ্ট ভালো ভালো খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে থেকে বিকল্প বেছে নিতে আমার অসুবিধা হয় না'।
এছাড়া প্রতিপক্ষ জামশেদপুর নিয়ে মোলিনা বলেন, 'জামশেদপুর গত দুই ম্যাচে দশ গোল খেয়ে নিশ্চয়ই খুশি নয়। আমি নিশ্চিত, ওরা এই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পড়লে যেকোনও দলই তা করে। আমরা যেমন ওদের ভুল ত্রুটি বের করার চেষ্টা করছি ওরাও সেটাই করছে। সেই কারণে গোল করলে চাপ থাকবে না। যতটা সম্ভব গোলের সংখ্যা বাড়াতে হবে।
অন্যদিকে আজই বিকেল ৫টায় পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে নর্থইস্ট ইউনাইটডে। লিগ টেবিলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নর্থইস্ট। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন