

নিয়মরক্ষার শেষ ম্যাচ জিতেই লিগ শিল্ড ঘরে তুলল মোহনবাগান। আজ যুবভারতীতে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মোহনবাগান। গোয়াকে হারিয়েই শিল্ড ঘরে তুলল সবুজ-মেরুন শিবির। ম্যাচের শেষে জমকালো অনুষ্ঠান করে মোহনবাগানকে শিল্ড তুলে দেওয়া হয় এফএসডিএলের পক্ষ থেকে।
শনিবার যুবভারতীতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গোয়াকে ২-০ গোলে হারিয়ে ‘বদলা’ নিল টিম বাগান। কারণ চলতি মরসুমে গোয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে যায় মোহনবাগান। তাই এই ম্যাচ ছিল বদলার ম্যাচ। নিয়মরক্ষার এই ম্যাচে জেমি ম্যাকলারেন,জেসন কামিন্স, অধিনায়ক শুভাশিস বসু সহ বেশ কিছু ফুটবলারকে বাইরে রাখেন বাগান কোচ হোসে মোলিনা। প্রথমার্ধে মোহনবাগানের খেলায় তেমন ঝাঁঝও ছিল না। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মনবীর সিংয়ের গোল হ্যান্ডবলের জন্য বাতিল হয়ে যায়। এরপর সেকেন্ড হাফের ৬৩ মিনিটে বক্সে দিমিত্রির গোল আটকাতে গিয়ে বরিশ সিংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের অতিরিক্ত সময়ে গ্রেগ স্টুয়াট গোল ব্যবধান বাড়ায়। টিম সবুজ মেরুন জিতেই লিগ শিল্ড ঘরে তুলল। লিগ পর্বের শেষে ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট হল তাদের।
এদিন বাগান সমর্থকদের আবেগের বাঁধ ভেঙে ছিল। চ্যাম্পিয়নদের ঘিরে স্লোগান দিতে থাকেন তাঁরা। সবুজ মেরুন আবির মাখার পাশাপাশি আতসবাজিও পোড়ানো হয়। প্রায় ৬০ হাজার দর্শক এদিন উপস্থিত ছিলেন মাঠে। আইএসএল শিল্ড জয়ী মোহনবাগান দলকে বিশেষ সম্মান জানান মানোলো মার্কেজ ও এফসি গোয়া দল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন