

দ্রুততম ১০ গোলের মালিক থেকে প্রথম ৮ ম্যাচেই গোল, আইএসএল-এ একাধিক রেকর্ড গড়লেন নর্থইস্ট ইউনাইটেডের আলাদিন আজারাই। পাশাপাশি কালু উচের রেকর্ডেও ভাগ বসিয়েছেন মরক্কোর এই ফুটবলার।
তিনি যেন নর্থইস্ট ইউনাইটেডের 'আলাদিন'। ২০২৪-২৫ মরসুমে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে নর্থইস্ট ইউনাইটেড। আর সবক'টি ম্যাচেই গোল করেছেন আলাদিন আজারাই। শুক্রবার বেঙ্গালুর এফসির সাথে ম্যাচ ছিল নর্থইস্টের। সেই ম্যাচে ৯ মিনিট এবং ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আলাদিন। যদিও ম্যাচ শেষ হয় ২-২ ব্যবধানে।
এই ম্যাচে গোল করার সাথে সাথে আইএসএলে খেলে যাওয়া কালু উচের রেকর্ডে ভাগ বসালেন আলাদিন। টানা ৮ ম্যাচে ১১ গোল করার রেকর্ড ছিল কালু উচের। আলাদিনও টানা ৮ ম্যাচে ১১ গোল করেছেন। এছাড়া আলাদিনই একমাত্র ফুটবলার যিনি নিজের প্রথম ৮টি ম্যাচেই গোল করেছেন।
পাশাপাশি এক মরসুমে দ্রুততম ১০ গোল করার রেকর্ড গড়লেন নর্থইস্ট ইউনাইটেডের এই ফুটবলার। মাত্র ৮ ম্যাচেই তিনি ১০ গোল করেছেন। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মরসুমে ১০টি করে গোল করতে ১০টি করে ম্যাচ নিয়েছিলেন ফেরান কোরোমিনাস। ২০২১-২২ মরসুমে ১০ গোল করতে বার্থোলোমিউ ওগবেচে ১১ ম্যাচ খেলেছিলেন এবং ২০১৫ মসরুমে ১১ ম্যাচে ১০ গোল করেছিলেন স্টিভেন মেন্ডোজা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন