ISL 2023-24: বিপক্ষে কেরালা ব্লাস্টার্স, ঘরের মাঠে কঠিন পরীক্ষার মুখে বাগান কোচ

People's Reporter: বুধবারের ম্যাচে স্কোয়াডে ফিরছেন হেক্টর ইউস্তে এবং আশিস রাই। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ফিরলেও চোটের কারণে বাগান পাবে না গ্লেন মার্টিন্স এবং ব্যান্ডন হ্যামিলকে।
হুয়ান ফেরান্দো
হুয়ান ফেরান্দোছবি - সংগৃহীত

বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে কোচ হিসেবে অগ্নিপরীক্ষা হবে মোহন বাগানের জুয়ান ফেরান্দোর। আজকের ম্যাচের ফলাফলের উপর স্প্যানিশ কোচের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।

হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে থাকলেও যুবভারতীতে কেরালা দলের বিরুদ্ধে নামার আগে চাপ অনুভব করছেন না বাগান কোচ। জুয়ান জানিয়েছেন, বুধবারের ম্যাচে স্কোয়াডে ফিরছেন হেক্টর ইউস্তে এবং আশিস রাই। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ফিরলেও চোটের কারণে বাগান পাবে না গ্লেন মার্টিন্স এবং ব্যান্ডন হ্যামিলকে। তা ছাড়া সম্পূর্ণ ফিট নন সাহাল আব্দুল সামাদ। কার্ড সমস্যার জেরে বাইরেই থাকতে হবে লিস্টন কোলাসোকে।

মঙ্গলবার এই প্রসঙ্গে বাগান কোচ বলেছেন, "আমার কাছে দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন নিজের কথা না ভেবে দলের কথা ভাবতে হবে। এই পরিস্থিতির মধ্যেও কী করে একটা ভাল দল গড়া যায়, সেই নিয়ে ভাবছি। কারা কাল খেলার জন্য তৈরি ও সুস্থ, সেটাই দেখছি। মোদ্দা ব্যাপার হল, কাল তিন পয়েন্ট পেতে হবে। দলের ওপর কতটা চাপ রয়েছে, তা নিয়ে ভাবছি না”।

তিনি আরও বলেন, “শুধু এই ম্যাচ নয়, সব ম্যাচই কঠিন। তবে এই পরিস্থিতিতে প্রতিপক্ষের চেয়ে নিজেদের দল নিয়েই বেশি ভাবছি। কেরালা খুবই ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। মনস্তাত্বিক ভাবে ওরা অবশ্যই এগিয়ে রয়েছে। কারণ, ওরা শেষ দুই ম্যাচেই জিতেছে। তবে আমার কাছে আমার দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলকে পরের ম্যাচের জন্য প্রস্তুত করাই বেশি জরুরি। প্রতিপক্ষ তো আমাদের হাতে নেই। আমার দলই আমার নিয়ন্ত্রণে রয়েছে। তাই নিজেদের নিয়ে বেশি ভাবাই ভাল।"

জুয়ান বলেন, "জেতার ওপরই বেশি জোর দিতে চাই আমরা। এক গোল খেলে আমাদের দু’গোল করতে হবে বা দু’গোল খেলে তিন গোল করতে হবে, তা তো জানা কথা। আমরা মাঠে নামি জেতার জন্য। সে জন্য গোল দরকার। আক্রমণের শেষ পর্বে জায়গা তৈরি করা, গোলের সুযোগ তৈরি করা, এগুলোই বেশি জরুরি।"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in