ISL 2021-22: নর্থইস্টকে পর্যুদস্ত করে পঞ্চম স্থানে উঠে এলো ওড়িশা ফুটবল ক্লাব

ফাতোর্দার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয় নর্থইস্ট ইউনাইটেড এবং ওড়িশা ফুটবল ক্লাব। নর্থইস্টকে ২-০ গোলে পর্যুদস্ত করে জয় তুলে নিয়েছে ওড়িশা।
নর্থইস্ট ইউনাইটেড বনাম ওড়িশা ফুটবল ক্লাব
নর্থইস্ট ইউনাইটেড বনাম ওড়িশা ফুটবল ক্লাবছবি আইএসএল-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

টানা তিন ম্যাচ স্থগিত থাকার পর মঙ্গলবার বল গড়ালো আইএসএলের মাঠে। ফাতোর্দার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয় নর্থইস্ট ইউনাইটেড এবং ওড়িশা ফুটবল ক্লাব। নর্থইস্টকে ২-০ গোলে পর্যুদস্ত করে জয় তুলে নিয়েছে ওড়িশা। সেইসঙ্গে লীগ টেবিলের পঞ্চম স্থানেও উঠে এসেছে কিকো গনজালেজের দল।

ফাতোর্দায় এদিন প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ওড়িশা। ১৭ মিনিটের মাথায় এরিডের বাড়ানো পাস থেকে গোল করে ওড়িশাকে এগিয়ে দেন ড্যানিয়েল লালহলিম্পুয়া। প্রথম গোলের পাঁচ মিনিট বাদেই দ্বিতীয় গোলটি এসে যায় ওড়িশা শিবিরে। জাভি হার্নান্দেজের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড এরিডে।

নর্থইস্টের হয়ে ভিপি সুহের, প্যাট্রিক ফ্লোটম্যান্ট, ইমরান খানরা চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। ওড়িশা গোলরক্ষক আর্শদীপ সিং বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করে নজর কেড়েছেন। তবে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে নর্থইস্ট গোলরক্ষক মিরশাদ মিচুকে। জোড়া গোল হজম করলেও পাঁচটি বল সেভ করেছেন মিচু।

খালিদ জামিলদের হারিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ওড়িশা ফুটবল ক্লাব। ১১ ম্যাচের শেষে ওড়িশার পয়েন্ট ১৬। অন্যদিকে লাগাতার ম্যাচ হেরে ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দশম স্থানে নর্থইস্ট। পয়েন্ট টেবিলের শীর্ষ চারে রয়েছে যথাক্রমে কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটি এফসি।

নর্থইস্ট ইউনাইটেড বনাম ওড়িশা ফুটবল ক্লাব
ISL 2021-22: টানা তিন দিন স্থগিত ম্যাচ, তবুও লীগ স্থগিত রাখার দিকে হাঁটছে না কর্তৃপক্ষ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in