ISL 2021-22: কেরালার কাছে ৩-০ গোলে হেরে প্লে অফের দৌড়ে বড় ধাক্কা খেলো মুম্বই সিটি এফসি

আজ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যেতো মুম্বইয়ের। কিন্তু কেরালার কাছে এদিন দাঁড়াতেই পারেনি তারা।
কেরালা ব্লাস্টার্স
কেরালা ব্লাস্টার্সছবি কেরালা ব্লাস্টার্সের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে প্লে অফের দৌড়ে বড় ধাক্কা খেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। আজ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যেতো মুম্বইয়ের। কিন্তু কেরালার কাছে এদিন দাঁড়াতেই পারেনি তারা। অন্যদিকে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে প্লে অফের খুব কাছে পৌঁছে গিয়েছে কেরালা। তবে গাণিতিক সমীকরণ অনুযায়ী দুই দলেরই সুযোগ রয়েছে প্লে অফে পৌঁছানোর। কিন্তু তার জন্য মুম্বইয়ের জয়ের কোনো বিকল্প নেই। শেষ ম্যাচে শক্তিশালী হায়দরাবাদের বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করতে তাদের হবেই। অন্যদিকে প্লে অফের টিকিট পাকা করতে গোয়ার বিপক্ষে জিততে হবে ইভান ভুকোমানোভিচদের। অবশ্য মুম্বই হায়দরাবাদের কাছে হারলে, কেরালা গোয়ার বিপক্ষে না জিতলেও পৌঁছে যাবে প্লে অফে।

গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে বুধবারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধের ১৯ মিনিটে সাহাল আব্দুল সামাদ গোল করে এগিয়ে দেন কেরালাকে। এগিয়ে থাকা কেরালা প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আবার উপহার পায় পেনাল্টি। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো ভাসকেজ। প্রথমার্ধের শেষে ২-০ ব্যবধানে লীড রাখে ব্লাস্টার্সরা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে কেরালাকে ৩-০ গোলে এগিয়ে দেন ভাসকেজ। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি মুম্বইয়ের। ৭১ মিনিটের মাথায় দেস বাকিংহ্যামদের হয়ে পেনাল্টি থেকে একটিমাত্র গোল করেন দিয়েগো মৌরিসিও। ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় কেরালা।

আজকের ম্যাচের পর পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স। ১৯ ম্যাচের শেষে ৩৩ পয়েন্ট তাদের। সমসংখ্যক ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মুম্বই সিটি এফসি। তৃতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। মেরিনার্সদেরও এখনও পাকাপাকি প্লে অফের টিকিট পাওয়া হয়নি। তবে গোল ব্যবধানে মুম্বইয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তারা। সেদিক দিয়ে লড়াই কার্যত কেরালা ব্লাস্টার্স ও মুম্বই সিটি এফসির।

কেরালা ব্লাস্টার্স
IPL 2022: সঙ্কটে চেন্নাই শিবির, আইপিএলে অনিশ্চিত দীপক চাহার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in