ফাইনালে কেরালা ব্লাস্টার্স
ফাইনালে কেরালা ব্লাস্টার্সছবিকেরালা ব্লাস্টার্স-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ISL 2021-22: হতাশা নিয়ে মাঠ ছাড়লো লীগ শিল্ড জয়ী জামশেদপুর, ফাইনালে কেরালা ব্লাস্টার্স

লীগ টেবিলের চতুর্থ স্থানে শেষ করা কেরালা সেমিফাইনালে বাজিমাৎ করলো। প্রথম লেগে ইস্পাত নগরীকে ১-০ গোলে হারিয়েছিলো ব্লাস্টার্সরা। মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করে ফাইনালের মঞ্চে তারা।

লীগ শিল্ড জয়ী জামশেদপুরকে বিদায় জানিয়ে আইএসএলের ফাইনালে পৌঁছে গেলো কেরালা ব্লাস্টার্স। লীগ টেবিলের চতুর্থ স্থানে শেষ করা ইভান ভুকোমানোভিচের কেরালা সেমিফাইনালে বাজিমাৎ করলো। প্রথম লেগে ইস্পাত নগরীকে ১-০ গোলে হারিয়েছিলো ব্লাস্টার্সরা। মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করে ফাইনালের মঞ্চে ভুকোমানোভিচেরা।

সেমিফাইনালের প্রথম লেগে সাহাল আব্দুল সামাদের গোলে জয় অর্জন করেছিলো কেরালা। দ্বিতীয় লেগে এদিন প্রথম জল পানের বিরতির আগেই এগিয়ে গিয়ে ফাইনালের টিকিটের জন্য আত্মবিশ্বাসী হয়ে ওঠে তারা। জামশেদপুর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত লীড আনতে পারেনি।

তিলক ময়দান স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমার্ধে একের পর এক আক্রমণের ঝড় তুলে দাপট দেখাতে শুরু করেছিলো কেরালা। ম্যাচের ১৮ মিনিটেই আলভারো ভাসকেজের পাস থেকে ব্লাস্টার্সকে ২-০ অ্যাগ্রিগেটে এগিয়ে দেন স্বয়ং অধিনায়ক অ্যাড্রিয়ান লুনা। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলো কেরালা। তবে গোল করতে ব্যর্থ হন ভুকোমানোভিচের ছাত্ররা। জামশেদপুর প্রথমার্ধ জুড়ে ছন্নছাড়া ফুটবল খেলে। ড্যানিয়েল চিমা চুকউ একবার বল জালে জড়ালেও অফ সাইডের কারণে তা বাতিল করা হয়।

দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের চেনা ছন্দে খেলতে থাকে জামশেদপুর। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা সোয়েলের দল ৫০ মিনিটে এই ম্যাচে সমতা ফিরে পায়। গ্রেগ স্টেয়ার্টের পাস থেকে চিমা কোনো কাজ না করতে পারলেও প্রণয় হালদার সেই বল পেয়ে কোনো ভুল করেননি।

সমতা ফিরে পাওয়ার পর আর কোনো গোল না হজম করে দ্বিতীয় গোল করাই লক্ষ্য ছিলো জামশেদপুরের। তবেই খেলা পৌঁছাতো অতিরিক্ত সময়ে। কিন্তু চেষ্টা করেও দ্বিতীয় গোলটি আর আসেনি। ম্যাচের শেষে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় সোয়েলদের। প্রথম সেমিফাইনালে বিজয়ী দল হিসেবে ফাইনালে পৌঁছে যায় কেরালা ব্লাস্টার্স।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in