ISL 2021-22: হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো কেরালা ব্লাস্টার্স

এটিকে মোহনবাগানের বিপক্ষে হার দিয়ে অভিযান শুরু করলেও পরের টানা নয় ম্যাচে অপরাজিত রয়েছে তারা। রবিবার শক্তিশালী হায়দরাবাদকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ব্লাস্টার্সরা।
কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ
কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদছবি ISL-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

দুরন্ত ছন্দে ছুটছে কেরালা ব্লাস্টার্স। চলতি মরশুমে কার্যত চমক লাগিয়ে দিয়েছে ইভান ভুকোমানোভিচের দল। এটিকে মোহনবাগানের বিপক্ষে হার দিয়ে অভিযান শুরু করলেও পরের টানা নয় ম্যাচে অপরাজিত রয়েছে তারা। রবিবার শক্তিশালী হায়দরাবাদকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ব্লাস্টার্সরা।

তিলক ময়দান স্টেডিয়ামে এদিন ম্যানুয়েল মার্কুইজের হায়দরাবাদের সমস্ত প্রয়াসকে ব্যর্থ করে দিয়েছে কেরালার রক্ষণভাগ। অধিনায়ক জেস্সাল কারনেইরা এবং মার্কো লেসকেভিকরা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। কেরালার গোলরক্ষক প্রভসুখন গিল বেশ কয়েকটি দুরন্ত সেভ করে রং ছড়িয়েছেন। হায়দরাবাদের গোলরক্ষক লক্ষীকান্ত কাট্টিমণীও বেশ কয়েকটি ভালো সেভ করেন। তবে দলকে বাঁচাতে পারেননি। একটি গোল হজম করতে হয় কাট্টিমণীকে।

আক্রমণ ও প্রতি আক্রমণের ম্যাচে প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় গোলের মুখ খোলে কেরালা। ৩০ বর্ষীয় স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো ভাজকেজ গোল করে এগিয়ে দেন কেরালাকে। প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধেও ভাজকেজের এই একমাত্র গোলের লীড ধরে রেখে জয় অর্জন করেন ভুকোমানোভিচেরা।

তিলক ময়দানে হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে কেরালা ব্লাস্টার্স। ১০ ম্যাচের শেষে ১৭ পয়েন্ট তাদের। সমসংখ্যক ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিজামের শহর হায়দরাবাদ। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জামশেদপুর এফসি।

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ
ISL 2021-22: টুর্নামেন্টের মাঝপথেই ব্যর্থ চিমাকে ছেড়ে দিলো এসসি ইস্টবেঙ্গল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in