

নর্থইস্ট ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় অর্জন করলো চেন্নাইয়ান এফসি। প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয়ের পর সোমবার দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়েছে চেন্নাইয়ান। অন্যদিকে চলতি আইএসএলের মঞ্চে এখনও পর্যন্ত জয় অধরাই রইলো খালিদ জামিলের নর্থইস্টের। প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু এফসি-র কাছে হেরেছিলো নর্থইস্ট। দ্বিতীয় ম্যাচে কেরালার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর আজ ফের হারের মুখ দেখলো তারা।
ফাতোর্দায় এদিন প্রথমার্ধের ৪১ মিনিটে লাল্লিয়ানজুয়ালা চাঙ্গেটের গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান এফসি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে অবশ্য সমতা ফিরে পায় খালিদ জামিলের নর্থইস্ট। চেন্নাইয়ের গোলরক্ষক বিশাল কেইথ নিজেই নিজের জালে বল জড়িয়ে দেন। সমতায় থাকার পর ৭৪ মিনিটের মাথায় নর্থইস্টকে পেছনে ফেলে দেয় চেন্নাইয়ান এফসি। মিরলান মুরজায়েভের পাস থেকে বোজিদার ব্যান্ডোভিচদের এগিয়ে দেন অনিরুদ্ধ থাপা। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে জয় তুলে নিয়েছে চেন্নাইয়ানরা।
টানা দ্বিতীয় ম্যাচ জিতে এটিকে মোহনবাগানের সমান পয়েন্ট অর্জন করেছে চেন্নাইয়ান এফসি। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অনিরুদ্ধ থাপারা। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে মেরিনার্সরা। অন্যদিকে তিন ম্যাচের একটিতে ড্র করে এক পয়েন্ট নিয়ে নবম স্থানে নর্থইস্ট ইউনাইটেড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন