ISL 2021-22: এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে ডার্বি জয়ের হ্যাটট্রিক করলো এটিকে মোহনবাগান

টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো সবুজ-মেরুন শিবির।
ISL 2021-22: এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে ডার্বি জয়ের হ্যাটট্রিক করলো এটিকে মোহনবাগান
ছবি এটিকে মোহনবাগানের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

আইএসএলে ডার্বি জয়ের হ্যাটট্রিক করলো এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো সবুজ-মেরুন শিবির। প্রথমার্ধেই একতরফা ভাবে লাল-হলুদদের ৩-০ গোল হজম করান আন্তোনিয়ো লোপেস হাবাসের বাহিনী। দ্বিতীয়ার্ধে আর গোল হজম করতে না হলেও সম্পূর্ণ ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেললেন মানালো দিয়াজের ছাত্ররা।

আত্মমর্যাদার লড়াইয়ে এদিন শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে এটিকে মোহনবাগান। লাল-হলুদদের মাঝ মাঠ এবং রক্ষণের মধ্যে বোঝাপড়ার বিস্তর ফারাক দেখা যায়। যার সুযোগ নিয়ে ম্যাচের ১২ মিনিটেই গোলের মুখ খোলে মোহনবাগান। প্রীতম কোটালের ক্রস থেকে দুরন্ত গোলে মেরিনার্সদের এগিয়ে দেন ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা।

প্রথম গোলের ঠিক দু মিনিট বাদেই এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগের হতশ্রী দশার সুযোগ নিয়ে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। জনি কাউকোর পাস থেকে দ্বিতীয় টাচে অনবদ্য গোল করেন মনবীর। ম্যাচের ২৩ মিনিটেই আবারও এক গোল হজম করে ৩-০ গোলে পিছিয়ে পড়েন অরিন্দম ভট্টাচার্যরা। তৃতীয় গোলটির জন্য দায়ী অধিনায়ক অরিন্দমই। লিস্টন কোলাসো বল নিয়ে ঢোকায় গোল ছেড়ে সেই বল ধরতে যান অরিন্দম। দুরন্ত ফর্মে থাকা লিস্টন ইস্টবেঙ্গল গোলরক্ষককে ডজ দিয়ে সহজেই জালে বল জড়িয়ে দেন। ২৩ মিনিটেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে কোণঠাসা হয়ে যায় লাল-হলুদরা।

প্রথমার্ধের ৩৩ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গল গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। তাঁর বদলে মাঠে নামেন শুভম সেন। এদিন আরও কয়েকটি গোল খেতে পারতো ইস্টবেঙ্গল। তবে শুভম সেন অনবদ্য কিছু সেভ করে এটিকে মোহনবাগানকে আটকে রাখেন। দ্বিতীয়ার্ধে হাবাসের দল আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৩-০ লীড বজায় রেখে টানা দুই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলো এটিকে মোহনবাগান। সেইসঙ্গে আইএসএলের মঞ্চে তিনবারের দেখায় তিন বারই লাল-হলুদদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলো সবুজ মেরুনরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in