ISL 2021-22: মনবীরের জোড়া গোলে এফসি গোয়াকে হারালো মেরিনার্সরা

কেরালা ব্লাস্টার্সকে পেছনে ফেলে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ে ফেললো মেরিনার্সরা। হায়দরাবাদের থেকে এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট অর্জন করে ফেলেছে জুয়ান ফেরান্ডোর সবুজ-মেরুন বাহিনী।
এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান
এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগানছবি ISL-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মনবীরের জোড়া গোলে এফসি গোয়াকে হারিয়ে প্লে অফের রাস্তা অনেকটাই প্রশস্ত করলো এটিকে মোহনবাগান। সেই সঙ্গে এই জয়ের সাথে সাথে কেরালা ব্লাস্টার্সকে পেছনে ফেলে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ে ফেললো মেরিনার্সরা। জুয়ান ফেরান্ডোরা গোয়ার গোলের সমস্ত প্রয়াস ব্যর্থ করে দেন। এটিকে মোহনবাগানের হয়ে আজ মাঠে নেমেছিলেন সন্দেশ ঝিঙ্গান। তিরিকে সঙ্গে নিয়ে নিজের আইএসএলের ১০০ তম ম্যাচে নাইট দূর্গের সামনে প্রহরীর মতো দাঁড়িয়েছিলেন ঝিঙ্গান।

জিএমসিতে বল গড়ানোর সাথে সাথেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। মাত্র তিন মিনিটেই লিস্টন কোলাসোর কর্নার থেকে দুরন্ত ব্যাক ফিল্প হেডারে ধীরজকে সম্পূর্ণভাবে পরাস্ত করে গোল করেন মনবীর সিং। এই গোলের অল্প সময় পরেই ফের স্কোরলাইন বাড়াতে পারতো মোহনবাগান। তবে কোলাসোর দূরপাল্লার শট অল্পের জন্য জালে জড়ায়নি।

প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে এক অদ্ভূত ঘটনা ঘটে জিএমসিতে। হঠাৎ করেই ফ্লাডলাইট নিভে যায়। যে কারণে অন্তত দশ মিনিট খেলা বন্ধ রাখতে হয়। প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে খেলা শুরুর সাথে সাথে ফের গোল করে মেরিনার্সরা। ৪৬ মিনিটে গোয়াকে চাপে ফেলে ম্যাচে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মনবীর। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখেই জয় ছিনিয়ে নেয় এটিকে মোহনবাগান।

আজকের জয়ের ফলে হায়দরাবাদের থেকে এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট অর্জন করে ফেলেছে জুয়ান ফেরান্ডোর সবুজ-মেরুন বাহিনী। ১৫ ম্যাচে বাগানের পয়েন্ট ২৯। হায়দরাবাদ ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার জন্য শীর্ষে রয়েছে তারা। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গোয়া রয়েছে নবম স্থানে।

এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান
Novak Djokovic: প্রয়োজনে টুর্নামেন্টে অংশ নেব না, কিন্তু টিকা নেব না - জকোভিচ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in