

চলতি আইএসএলের মাঝপথে ক্লাব গুলোতে করোনা হানা দেওয়ায় অনেকগুলো ম্যাচ স্থগিত রাখা হয়। তারপর আবার করোনা কাটিয়ে মাঠে গড়ায় ফুটবল। কিন্তু আবার একবার করোনা হানা দিয়েছে আইএসএলে। জানা গিয়েছে এফসি গোয়ার তিন জন ফুটবলার আক্রান্ত হয়েছেন এবং আরও চার ফুটবলারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আইএসএলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।
সূত্রের খবর এফসি গোয়ার তিন জন ফুটবলার কোভিড পজেটিভ। আক্রান্তদের ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার এফসি গোয়া অনুশীলন বা সাংবাদিক বৈঠক কিছুই করেনি। তাই এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা।
শুধু এফসি গোয়া নয়। করোনা আক্রান্ত এসসি ইস্টবেঙ্গলও। সোমবার কেরালার বিপক্ষে ১-০ ব্যবধানে ম্যাচ হারের পর লাল-হলুদদের কোচ জানিয়েছেন দলের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য এবং ড্যারেন সিদোয়েল করোনা আক্রান্ত। আইসোলেশনে রাখা হয়েছে দুই ফুটবলারকে। গতকাল দুই ফুটবলারের মাঠে নামার কথা আগে থেকে ঠিক থাকলেও শেষ মুহূর্তে রিভেরাকে সিদ্ধান্ত নিতে হয়।
এর আগেও করোনার জন্য আইএসএলের ম্যাচ বাতিল করা হয়েছে। তবে কঠোর জৈব বলয়ের মধ্যে থাকার পরেও কীভাবে ফুটবলাররা আক্রান্ত হচ্ছেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন