ISL: ব্যাঙ্গালুরুকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা মুম্বইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এটিকে মোহনবাগান

হাফটাইমের আগেই জোড়া গোল এটিকে মোহনবাগানের
হাফটাইমের আগেই জোড়া গোল এটিকে মোহনবাগানেরছবি - এটিকে মোহনবাগান-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ফাতোর্দায় সবুজ-মেরুনদের দাপটে দিশেহারা সুনীল ছেত্রীরা। প্রথম লীগের প্রতিশোধ নিতে মাঠা নামা ব্যাঙ্গালুরু হারলো ২-০ ব্যবধানে। প্রথমার্ধেই রয় কৃষ্ণা এবং মার্সেলিনহোর গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান।শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা হাবাসদের পয়েন্ট এখন ১৬ ম্যাচে ৩৩। অর্থাৎ শীর্ষে থাকা মুম্বইয়ের (১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রয় কৃষ্ণা, ডেভিড উয়িলিয়ামস, মনভীর সিংরা। অন্যদিকে আবারও এক ম্যাচ হারলো ব্যাঙ্গালুরু। ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে সুনীল ব্রিগেড।

ফাতোর্দায় এদিন প্রথমার্ধের ৩৭ মিনিটে ফাউলের দরুণ পেনাল্টি উপহার পায় এটিকে মোহনবাগান। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি সবুজ মেরুনদের গোল মেশিন রয় কৃষ্ণা। চলতি আইএসএলে এটি ফিজিয়ান তারকার ১১ তম গোল। এফসি গোয়ার ইগোর এঙ্গুলোর সমান সংখ্যক গোল করে এখনও পর্যন্ত যুগ্ম ভাবে শীর্ষ গোলদাতা রয় কৃষ্ণা।

আন্তোনিয়ো লোপেস হাবাসের স্কোর লাইনে দ্বিতীয় গোলটি যোগ হয় প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে। ৪৪ মিনিটে ৩৩ বর্ষীয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্সেলিনহো সবুজ-মেরুনদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

চলতি আইএসএলের প্রথম লীগের ম্যাচেও সুনীল ছেত্রীদের ১-০ ব্যবধানে হারিয়েছিলো।মঙ্গলবার ফিরতি লীগে মধুর প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামলেও জয়ের স্বপ্ন অধরাই থাকলো ব্যাঙ্গালুরুর। একের পর এক ম্যাচ হেরে চলেছে নাউসাদ মুসার ছেলেরা। এদিন মোহনবাগানের কাছে কার্যত পাত্তাই পায়নি সুনীল ছেত্রী, ক্রিস্টিয়ান ওপসেথ, ফ্রান গনজালেজরা। সবুজ-মেরুনদের বারংবার আক্রমণ দিশেহারা করে দিচ্ছিলো ব্যাঙ্গালুরুর রক্ষণভাগকে। সুনীল ছেত্রীদের গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধুকে এদিন মোট সাতটি বল সেভ করেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in