

শনিবার চলতি আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লীগের ম্যাচে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান এবং নর্থইস্ট ইউনাইটেড। সন্ধ্যা সাড়ে সাতটায় গোয়ার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম লীগে জয় পেতে দুই দলই মরিয়া।
প্লে অফের আগে লীগ পর্বে এটিকে মোহনবাগান তাদের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ খেলার যোগ্যতা হারিয়েছে। শেষ দুই ম্যাচে ছন্দে দেখা যায়নি রয় কৃষ্ণাদের। প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে তাদের। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে আন্তোনিয়ো লোপেস হাবাসের দল। খালিদ জামিলের নর্থইস্ট ফিরতি লীগে দুরন্ত প্রদর্শন করেছে। উত্তেজনার প্লে অফে হাইল্যান্ডার্সরা ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লীগ পর্ব শেষ করেছে। হায়দরাবাদকে প্লে অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে এবং পেছনে ফেলেছে এফসি গোয়াকে।
এই মরশুমের লীগ পর্বের দু'বারের খেলায় দুই দল জিতেছে একবার করে। প্রথম ম্যাচে ২-০ ব্যবধানে জয় পায় সবুজ মেরুনরা। ফিরতি লীগে ২-১ ব্যবধানে এটিকে-মোহনবাগানকে হারায় হাইল্যান্ডার্সরা। তাই হাবাস বনাম জামিল দ্বৈরথের জন্য মুখিয়ে আছে আইএসএল ভক্তরা।
এটিকে মোহনবাগানের সাম্ভাব্য প্রথম একাদশ: অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), শুভাশিস বোস, কার্ল ম্যাকহুগ, প্রীতম কোটাল, প্রণয় হালদার, লেনি রডরিগেজ, মনভীর সিং, রয় কৃষ্ণা , ডেভিড উইলিয়ামস, মার্সেলিনহো।
নর্থইস্ট ইউনাইটেডের সাম্ভাব্য প্রথম একাদশ: শুভাশিস রায় চৌধুরী (গোলরক্ষক), বেঞ্জামিন ল্যামবট, ডিলান ফক্স, নিম দর্জি তামাং, প্রভাত লাখড়া, লালেংমাওয়েইয়া, খাসা কামারা, ভিপি সুহেয়ার, ইমরান খান, দেশর্ন ব্রাউন, ফেডরিকো গাল্লেগো।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন