IPL: মুম্বাইয়ের বিরুদ্ধে স্লো ওভাররেট - ২৪ লক্ষ টাকা জরিমানা কেকেআর অধিনায়কের, বাকিদের ৬ লক্ষ করে

বিরাট জরিমানার মুখে পড়লেন কেকেআর-এর ক্রিকেটাররা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচে স্লো ওভার রেটের জন্য তাঁদের এই জরিমানা হয়েছে। গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
কে কে আর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
কে কে আর বনাম মুম্বাই ইন্ডিয়ান্সছবি কে কে আর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিরাট জরিমানার মুখে পড়লেন কেকেআর-এর ক্রিকেটাররা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচে স্লো ওভার রেটের জন্য তাঁদের এই জরিমানা হয়েছে। গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

আইপিএল-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে – এবারের মরশুমে কেকেআর দ্বিতীয়বার এই অপরাধ করলো। কেকেআর ক্যাপ্টেন ইয়ন মরগানকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দলের প্রতি খেলোয়াড়কে ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ – যা কম হবে সেই পরিমাণ জরিমানা দিতে হবে।

বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বরের এই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ানসকে কেকেআর সাত উইকেটে পরাজিত করে। রাহুল ত্রিপাঠী এবং ভেঙ্কটেশ আইয়ারের উল্লেখযোগ্য ভূমিকা এই ম্যাচের রং বদলে দেয়। যেখানে ভেঙ্কটেশ আইপিএল-এ তাঁর প্রথম অর্ধ শতরান করেন এবং ত্রিপাঠী ৪২ বলে করেন ৭৪ রান। এটি আইপিএল-এ তাঁর সপ্তম অর্ধ শতরান।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in