IPL: ধোনি ব্রিগেডের সঙ্গে যুদ্ধে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত রাজস্থানের

IPL: ধোনি ব্রিগেডের সঙ্গে যুদ্ধে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত রাজস্থানের
রাজস্থান রয়্যালসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইন্ডিয়ান সুপার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

চেন্নাইয়ের দলে কোনো পরিবর্তন হয়নি। হলুদ ব্রিগেডের হয়ে আজ যে চার বিদেশী ক্রিকেটার খেলছেন তারা হলেন ফাফ ডু প্লেসি, মঈন আলি, স্যাম কুরেন এবং ডোয়েন ব্র্যাভো। অন্যদিকে রাজস্থানের চার ওভার সীজ ক্রিকেটার হলেন জস বাটলার, ডেভিড মিলার, ক্রিস মরিস এবং মুস্তাফিজুর রহমান।

চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বতি রায়ডু, স্যাম কুরেন, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক),ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ : জস বাটলার, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল টিওয়াটিয়া, জয়দেব উনাদকাট, চেতন শাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in