IPL: টানা ৩ ম্যাচে হার পাঞ্জাবের, ৯ উইকেটে দুরন্ত জয় ওয়ার্নার বাহিনীর

অবশেষে জয়ের দেখা মিললো হায়দরাবাদের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিলো ওয়ার্নার বাহিনী। টানা তিন ম্যাচ হারের পর অবশেষে চলতি আইপিএলের প্রথম দু পয়েন্ট অর্জন সানরাইজার্সদের।
IPL: টানা ৩ ম্যাচে হার পাঞ্জাবের, ৯ উইকেটে দুরন্ত জয় ওয়ার্নার বাহিনীর
হায়দরাবাদ সানরাইজার্স-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অবশেষে জয়ের দেখা মিললো হায়দরাবাদের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিলো ওয়ার্নার বাহিনী। টানা তিন ম্যাচ হারের পর অবশেষে চলতি আইপিএলের প্রথম দু পয়েন্ট অর্জন সানরাইজার্সদের। অন্যদিকে প্রথম ম্যাচে জয়ের পর জিততেই ভুলে গেছে লোকেশ রাহুলরা। টানা তিন ম্যাচে হার পাঞ্জাব কিংসের।

চেন্নাইয়ে এদিন দাপুটে বোলিংএর দৌলতে পাঞ্জাবকে ১২০ রানেই অল আউট করে ফেলে হায়দরাবাদ। দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই লক্ষ্য অতিক্রম করে তারা। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৩৭ বলে ৩৭ রান করে ফিরে যাওয়ার পর আর উইকেট খোয়াতে হয়নি হায়দরাবাদকে। জনি বেয়ারিস্টো অপরাজিত থাকেন ৫৬ বলে ৬৩* রানের অনবদ্য ইনিংস খেলে। কেন উইলিয়ামসন ১৯ বলে ১৬* রান করেন।

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। তবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাহুলরা। রাহুল ফিরে যান ৪ রানে। অপর ওপেনার মায়াঙ্ক আগরওয়াল করেন ২২ রান। চেনা ক্রিস গেইলকে খুঁজে পাওয়া গেলোনা আজও। গেইল ১৭ বলে করলেন ১৫ রান।

মিডল অর্ডারে নিকোলাস পুরান (০), দীপক হুডা (১৩), হেনরিকেস(১৪), ফ্যাবিয়ান অ্যালান (৬) সকলেই ব্যর্থ। একমাত্র শাহরুখ খানের ব্যাটে আসে ২২ রান টেল এন্ডাররাও মাথা তুলে দাঁড়াতে পারেনি হায়দরাবাদের সামনে। অশ্বিন করেন ৯ রান এবং মহম্মদ শামি ১ রান।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in