IPL: ওয়াংখেড়ের ২২ গজে মঈন আলি ম্যাজিকে ১৪৩ রানে শেষ রাজস্থান, ৪৫ রানে জয়ী চেন্নাই

চেন্নাই বোলারদের দাপুটে প্রদর্শনের সামনে দাঁড়াতেই পারলোনা রাজস্থান। ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানই সংগ্রহ করতে পেরেছে স্যামসনরা। ৪৫ রানের বড় জয় এসেছে ধোনির হলুদ শিবিরে।
IPL: ওয়াংখেড়ের ২২ গজে মঈন আলি ম্যাজিকে ১৪৩ রানে শেষ রাজস্থান, ৪৫ রানে জয়ী চেন্নাই
চেন্নাই সুপার কিংসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ওয়াংখেড়ের ২২ গজে বল হাতে ম্যাজিক দেখালেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তিন ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে মঈন তুলে নিলেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। চেন্নাই বোলারদের দাপুটে প্রদর্শনের সামনে দাঁড়াতেই পারলোনা রাজস্থান। ১৮৯ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানই সংগ্রহ করতে পেরেছে স্যামসনরা। ৪৫ রানের বড় জয় এসেছে ধোনির হলুদ শিবিরে।

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে জস বাটলার রাজস্থানকে ভালো শুরু দেন। তবে মনন ভোরা ১৪ রানে ফেরত যাওয়ার পরেই একে একে ধস নামে রাজস্থান শিবিরে। সঞ্জু স্যামসন ১ রান করেন মাত্র। ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার ৩৫ বলে ৪৯ রান করেন।

বাটলার ফিরে যাওয়ার সময় রাজস্থানের স্কোর ছিলো ৩ উইকেটে ৮৭ রান। এরপরেই খাদে পড়ে দলটি। ৮ রানে রাজস্থান ৪ উইকেট হারায়। অর্থাৎ ৯৫ রানে রাজস্থানের ৭ উইকেট পড়ে যায়। শিবম দুবে (১৭), ডেভিড মিলার(২),রিয়ান পরাগ(৩),ক্রিস মরিস(০) কেউই মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারেনি। রাহুল টিওয়াটিয়া(২০),জয়দেব উনাদকাট(২৪) কিছুটা চেষ্টা করলেও বেশি দূর এগোতে পারেনি।

চেন্নাইয়ের হয়ে এদিন অনবদ্য বল করেন মঈন আলি। এই ব্রিটিশ অলরাউন্ডার ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নিলেন ৩ টি উইকেট। জোড়া উইকেট আসে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরেনের খাতায়। একটি করে উইকেট নেয় শার্দুল ঠাকুর এবং ডোয়েন ব্র্যাভো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in