শুরু হয়েছে আইপিএল-র মিনি নিলাম
শুরু হয়েছে আইপিএল-র মিনি নিলামছবি - IPL-র এক্স হ্যান্ডেল

LIVE BLOG: IPL Auction 2024: শুরু হয়েছে আইপিএল-র মিনি নিলাম, ২৪ কোটি ৭৫ লক্ষে কে কে আরে স্টার্ক!

People's Reporter: মঙ্গলবার আইপিএল-র মিনি নিলাম শুরু হয়েছে দুবাইয়ের কোকা কোলা এরিনায়।

আফগান স্পিনার মুজীব

বেস প্রাইস ২ কোটি রাখা হয়েছিল। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।

দক্ষিণ আফ্রিকার স্পিনার শামসি

বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। তিনিও আনসোল্ড

ইশ সোধি

বেস প্রাইস ৭৫ লক্ষ। তিনি আনসোল্ড

ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ

বেস প্রাইস ছিল ২ কোটি। কিন্তু তাঁকে কেউ কেনেনি

দিলশন মধুশঙ্কা

বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। শ্রীলঙ্কান পেসারকে ৪ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে কিনলো মুম্বই ইন্ডিয়ান্স

জয়দেব উনাদকাট

বেস প্রাইস ৫০ লক্ষ। ১ কোটি ৬০ লক্ষে তাঁকে কিনলো হায়দরাবাদ

হ্যাজেলউড

বেস প্রাইস ২ কোটি। তিনি আনসোল্ড রয়ে গেলেন

মিচেল স্টার্ক

বেস প্রাইস ২ কোটি। ২৪ কোটি ৭৫ লক্ষে কে কে আর কিনে নিল অজি ফাস্ট বোলারকে

শিবম মাভি

এই ভারতীয় বোলারের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। ৬ কোটি ৪০ লক্ষে তাঁকে কিনলো লখনউ সুপার জায়ান্ট

উমেশ যাদব

বেস প্রাইস ২ কোটি। ৫ কোটি ৮০ লক্ষে কিনলো গুজরাট টাইটান্স

আলজারি জোশেপ

বেস প্রাইস ছিল ১ কোটি। ১১ কোটি ৫০ লক্ষে এই ফাস্ট বোলারকে কিনে নিল আরসিবি

চেতন সাকারিয়া

এই বোলারকে ৫০ লক্ষে কিনলো কলকাতা নাইট রাইডার্স

লকি ফার্গুসন

বেস প্রাইস ২ কোটি। কিন্তু তিনিও আনসোল্ড রয়ে গেলেন

শ্রীলঙ্কান উইকেট কিপার কুশল মেন্ডিস

বেস প্রাইস ৫০ লক্ষ থাকলেও তাঁকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি

অস্ট্রেলিয়ান উইকেট কিপার জস ইংলিশ

বেস প্রাইস ২ কোটি। তিনি আনসোল্ড রয়ে গেলেন

কে এস ভরত

বেস প্রাইস ৫০ লক্ষ। ওই মূল্যেই তাঁকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স

ফিলিপ সল্ট

বেস প্রাইস ছিল ১ কোটি ৫০ লক্ষ। কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

ইংল্যান্ডের ক্রিস ওকস

বেস প্রাইস ছিল ২ কোটি। ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনলো পাঞ্জাব কিংস

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল

বেস প্রাইস ছিল ১ কোটি। ১৪ কোটি টাকায় তাঁকে কিনে নিল চেন্নাই

হার্সাল প্যাটেল

ভারতীয় অল-রাউন্ডারের বেস প্রাইস ছিল ২ কোটি। ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নিল পাঞ্জাব

দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি

এই অলরাউন্ডারের বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে ৫ কোটি টাকায় কিনলো মুম্বই ইন্ডিয়ান্স

বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্স

অজি তারকার বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে নেওয়ায় জন্য লড়াই চলে চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মধ্যে। শেষ পর্যন্ত প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিল হায়দরাবাদ

আফগানিস্তানের অল-রাউন্ডার আজমাতুল্লা ওমরজায়ী

৫০ লক্ষ টাকায় কেনে গুজরাট টাইটান্স

শার্দুল ঠাকুর

ভারতীয় পেসারের বেস প্রাইস ২ কোটি ছিল। তাঁকে ৪ কোটি টাকায় কিনে নিল চেন্নাই সুপার কিংস

নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র

বেস প্রাইস ছিল ৫০ লাখ। ১ কোটি ৮০ লাখ টাকায় কেনে চেন্নাই

শ্রীলঙ্কার হাসারাঙ্গা

১ কোটি ৫০ লাখ টাকায় কেনে হায়দরাবাদ

মনীশ পান্ডে

বেস প্রাইস রাখা হয়েছিল ৫০ লাখ। কিন্তু ভারতীয় ব্যাটারকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি।

স্টিভ স্মিথ

অজি তারকারও বেস প্রাইস রাখা হয়েছিল ২ কোটি। কিন্তু তিনি আনসোল্ড রয়ে গেলেন।

অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড

বেস প্রাইস ছিল ২ কোটি। ৬ কোটি ৮০ লক্ষ টাকায় ট্রাভিসকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

ইংল্যান্ডের হ্যারি ব্রুক

বেস প্রাইস ছিল ২ কোটি। ৪ কোটি টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

দক্ষিণ আফ্রিকার ব্যাটার রুসোর বেস প্রাইস ছিল ২ কোটি

তারকা ব্যাটারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।

মঙ্গলবার আইপিএল-র মিনি নিলাম শুরু হয়েছে দুবাইয়ের কোকা কোলা এরিনায়। প্রথমে ক্যাপড ব্যাটারদের নিলাম শুরু হয়। রোবমেন পাওয়েলের বেস প্রাইস ১ কোটি টাকা রাখা হয়েছিল। জোর লড়াই চলে রাজস্থান এবং কেকেআর-র মধ্যে। শেষ পর্যন্ত ৭ কোটি ৪০ লক্ষ টাকায় পাওয়েলকে কিনে নেয় রাজস্থান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in