IPL: ব্যাটের পর বল হাতেও ম্যাজিক রবীন্দ্র জাদেজার - চেন্নাইয়ের কাছে ৬৯ রানে হার আরসিবি-র

চেন্নাইয়ের হয়ে এদিন চার ওভারে ১৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় রবীন্দ্র জাদেজা। নির্ধারিত চার ওভারে ১৬ রান দিয়ে জোড়া উইকেট নেয় ইমরান তাহির। একটি করে উইকেট নেয় স্যাম কুরেন এবং শার্দুল ঠাকুর।
IPL: ব্যাটের পর বল হাতেও ম্যাজিক রবীন্দ্র জাদেজার - চেন্নাইয়ের কাছে ৬৯ রানে হার আরসিবি-র
আই পি এল-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ব্যাট হাতে তান্ডবের পর বল হাতেও ম্যাজিক দেখালেন রবীন্দ্র জাদেজা। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নিলেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। জাদেজা, তাহিরের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়লো আরসিবি। ১৯২ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে আরসিবি। ৬৯ রানে বড় জয় অর্জন করে ধোনি বাহিনী।

ব্যাঙ্গালোরের হয়ে দেবদূত পাড়িক্কেল (৩৩), গ্লেন ম্যাক্সওয়েল (২২),কাইল জেমিসন (১৬) এবং মহম্মদ সিরাজ (১২*) ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোর খাড়া করতে পারেনি। দলের দুই প্রধান অস্ত্র অধিনায়ক বিরাট কোহলি করেন ৮ রান এবং প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স ৪ রানে ফিরে যান। ওয়াশিংটন সুন্দর (৭), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান (১), হার্শেল পাটেল (০), নভদীপ সাইনিরা (৭) কেউই পাত্তা পায়নি সিএসকের কাছে। শেষে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ (১২*) এবং যুজবেন্দ্র চাহাল (৮*)।

চেন্নাইয়ের হয়ে এদিন চার ওভারে ১৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় রবীন্দ্র জাদেজা। নির্ধারিত চার ওভারে ১৬ রান দিয়ে জোড়া উইকেট নেয় ইমরান তাহির। একটি করে উইকেট নেয় স্যাম কুরেন এবং শার্দুল ঠাকুর।

ওয়াংখেড়েতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন দুই চেন্নাই ওপেনার। গত ম্যাচের ফর্ম এই ম্যাচেও ধরে রাখেন ঋতুরাজ ও ডু প্লেসি। প্রথম উইকেটে এই জুটি যোগ করেন ৭৪ রান। চেন্নাইকে প্রথম ব্রেক থ্রু এনে দেন যুজবেন্দ্র চাহাল। ঋতুরাজ গায়কোয়াডকে ৩৩ রানে ফেরান এই আরসিবি স্পিনার।

ঋতুরাজ গায়কোয়াড ফিরে যাওয়ার পর ডু প্লেসি এবং সুরেশ রায়না পার্টনারশিপ গড়তে থাকেন। চেন্নাইয়ের স্কোর যখন ১১১, তখন রায়না এবং ডু প্লেসি পরপর ফিরে যান। পরপর দুই বলে দুই উইকেট নেয় হার্শেল পাটেল। রায়না ১৮ বলে ২৪ রান করেন এবং ডু প্লেসি ৪১ বলে অর্ধশতরান পূরণ করে ফিরে যান।

অম্বতি রায়ডু বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ৭ বলে ১৪ রান করে হার্শেল পাটেলের ঝুলিতে এই ম্যাচের তৃতীয় উইকেট দিয়ে ফেরত যান। শেষ ওভারে চেন্নাইয়ের হয়ে ঝড় তুললেন রবীন্দ্র জাদেজা। ৪ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ২৮ বলে ৬২* রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in