IPL: চেন্নাইয়ের সামনে ১৭২ রানের লক্ষ্য হায়দারাবাদের

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে আসে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতেই ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারিস্টো ৭ রানে আউট হয়ে ফিরে যান।
IPL: চেন্নাইয়ের সামনে ১৭২ রানের লক্ষ্য হায়দারাবাদের
সানরাইজারস হায়দারাবাদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ডেভিড ওয়ার্নার (৫৭) এবং মণীশ পান্ডের (৬১) অর্ধশতরান এবং শেষে কেন উইলিয়ামসনের ঝড়ো ২৬* রান। চেন্নাইয়ের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে ৩ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করলো সানরাইজার্স হায়দরাবাদ। ধোনি বাহিনীকে এই ম্যাচে জয়ের জন্য নির্ধারিত ২০ ওভারে লক্ষ্য মাত্রা ১৭২ রানের।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে আসে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতেই ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারিস্টো ৭ রানে আউট হয়ে ফিরে যান। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মণীশ পান্ডে জুটি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এই জুটি দ্বিতীয় উইকেটে যোগ করেন ১০৬ রান।

সানরাইজার্সদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫৫ বলে মন্থর গতিতে ৫৭ রান করলেন। তবে তার ইনিংস দলকে ভালো জায়গায় নিয়ে গেছে। ওয়ার্নার এই ম্যাচে ৪২ রান পূরণ করার সাথে সাথেই টি টোয়েন্টি ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। এছাড়াও আইপিএল কেরিয়ারে ব্যক্তিগত ২০০ টি ছক্কা মারলেন তিনি। সেইসঙ্গে আইপিএলে ৫০ তম অর্ধশতরান এলো ওয়ার্নারের ব্যাটে।

ডেভিড ওয়ার্নার ফিরে যাওয়ার পরেই মণীশ পান্ডে ৪৬ বলে ৬১ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে লুঙ্গি এনগিডির শিকার হয়ে ফিরে যান। এরপর শেষ মুহূর্তে ব্যাট হাতে ঝড় তোলেন কিউই তারকা কেন উইলিয়ামসন। ১০ বলে ২৬* রানের এক অনবদ্য ইনিংস আসে তার ব্যাটে। কেদার যাদব অপরাজিত থাকেন ৪ বলে ১২* রানে।

চেন্নাইয়ের হয়ে এই ম্যাচে চার ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নেয় স্যাম কুরেন। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি চার ওভারে ৩৫ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in