
রোমহর্ষক ম্যাচে সুপার ওভারে ম্যাচ জিতে নিলো দিল্লি ক্যাপিটালস। দিল্লির দেওয়া ১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে সানরাইজার্সরা। ফলস্বরূপ ম্যাচ চলে যায় সুপার ওভারে। হায়দরাবাদের হয়ে সুপার ওভারে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেলের বিরুদ্ধে ৭ রান করেন ওয়ার্নার-উইলিয়ামসন জুটি। জবাবে ব্যাট করতে নেমে রশিদ খানের বিরুদ্ধে ৮ রান তুলে নেয় শিখর ধাওয়ান এবং ঋষভ পন্থ। তবে সুপার ওভারেও শেষ বল পর্যন্ত চলে টান টান উত্তেজনা। আইপিএলে প্রথমবারের জন্য সুপার ওভারে দুই দলের স্পিনার বল করলেন।
দিল্লির দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় দফায় ব্যাক্তিগত ৬ রানে রান আউট হয়ে ফিরে যান সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জনি বেয়ারিস্টো ১৮ বলে ৩৮ রানের একটা ঝড়ো ইনিংস খেলে আভেস খানের শিকার হন। এরপরেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ।
একদিকে কিউই তারকা কেন উইলিয়ামসন দাঁড়িয়ে থাকলেও অন্যদিকে একে একে উইকেট খসতে থাকে। বিরাট সিং (৪), কেদার যাদব (৯), অভিষেক শর্মা (৫), রশিদ খান (০), বিজয় শঙ্কররা (৮) সকলেই ব্যর্থ হন। শেষ মুহূর্তে দলকে আশা জোগায় জগদীশ সুচিত। সুচিতের ৬ বলে ১৪* রানের ইনিংসের সৌজন্যেই ম্যাচ টাই হয় দুই দলের। কেন উইলিয়ামসন ৫১ বলে ৬৬* রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন।
দিল্লির হয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নিলেন আভেস খান। ৪ ওভারে ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেয় অক্ষর প্যাটেল। একটি উইকেট আসে অমিত মিশ্রার ঝুলিতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন